অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং নবনিযুক্ত সব উপদেষ্টাকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন হয়।
বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি জানায়, দেশের ক্লান্তিকালে শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা আমাদেরকে বিশেষভাবে অভিভূত করেছে। কোটা সংস্কারকে কেন্দ্র করে দাবি আদায়ের আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীর জন্য পুনরায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা লাভ ও নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরে আসার প্রার্থনা করি।
বিবৃতিতে আরও জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিশাল পরিবার উচ্চ শিক্ষার মাধ্যমে আগামি দিনের বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং নবগঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করণে সহযোগিতার হাত প্রসারিত করবেন। আমরা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সাফল্য কামনা করি।
মন্তব্য করুন