জরুরি প্রয়োজনে দেশব্যাপী মোতায়েন করা সেনা সদস্যদের কাছে সহায়তার জন্য যে নম্বরগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে ঢাকা ও গাজীপুরের নম্বর পরিবর্তন হয়েছে।
শনিবার (১০ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নম্বর জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচার করা মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধু গাজীপুর ও ঢাকা মহানগরের কিছু সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। ওই এলাকাগুলোর জনসাধারণকে নিম্ন প্রদানকৃত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-
ঢাকা বিভাগ- গাজীপুর ০১৭৮৫-৩৪৯ ৮৪২; ঢাকা মহানগর- মতিঝিল ০১৭৬৯ ০৯২ ৪৬৪; সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন ০১৭৬৯ ০৯৫ ৪১৯; রাজারবাগ, পল্টন, গুলিস্তান ০১৭৬৩ ৯৩৯ ৮৫৭; পুরান ঢাকা ০১৭৬৯ ০৯৩ ২৬৬, বংশাল ঢাকা ০১৭৬৯ ০৯৩ ২৭০; ডেমরা ও যাত্রাবাড়ী ০১৭৬৯ ০৯৫ ২০৪, ০১৭৬৯ ০৯৫ ২০৫।
মন্তব্য করুন