কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এমনটি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট) যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ। পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। দপ্তর পেয়েই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে শেখ হাসিনাকে।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই দেশে ফিরবেন তিনি।

গত ৩০ বছরের মধ্যে ২০ বছরই ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাই থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে সহিংস সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ নিহত হয় বলে জানায় রয়টার্স। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হওয়ায় ওই হত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে চান নাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন তা জানতে আমি খুব ইচ্ছুক।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, তার শাসনামলে হওয়া হত্যার বিচার চাইব। এটা আমাদের বিপ্লবের প্রধান একটি দাবিও ছিল। যদি তিনি ফিরে না-ও আসেন, তবুও আমরা এ নিয়ে কাজ চালিয়ে যাব। আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। সেটা প্রচলিত বিচারব্যবস্থা বা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমেও হতে পারে। যেটাই হোক, আমরা এ নিয়ে আলোচনা করছি।

দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়েও কথা বলেন নাহিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশনে সংস্কার ও সংবিধানের সংশোধন প্রয়োজন বলে জানান তিনি। তাই আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নাহিদ নিজেও নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি।

এদিকে ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল ভারত। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতি নিয়ে ভাবা উচিত, না হলে পুরো দক্ষিণ এশিয়া এটা সমস্যার কারণ হবে। ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা, জানতে চাইলে, তা বাংলাদেশের ওপর ছেড়ে দেন তরুণ এই ছাত্রনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান মাহাথিরের

২৮ নভেম্বর : টিভিতে আজকের খেলা

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১২ ডিগ্রি

অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে উদ্ধার করলেন ইউএনও

সিলেটে সাদিকের পর মারা গেলেন মাসুমও

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু আজ

আবেদন ও নামজারি একদিনেই

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

হাসনাত-সারজিসের হত্যাচেষ্টা নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১০

রাজধানীতে প্রায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১১

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জমকালো উদ্বোধন

১২

সাকিবরা আইপিএলে দল না পাওয়ায় ফাহিমের ‘দুখ’

১৩

পাকিস্তানের সামনে বাংলাদেশ

১৪

আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ ও মশাল মিছিল

১৫

ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে : জুয়েল

১৬

ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

১৭

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ

১৮

বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে: আজাদ

১৯

‘প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন’

২০
X