ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ ১৫ বছর শাসন করা শেখ হাসিনার মসনদের। ছাত্র-জনতার ক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছেড়ে ভারতের আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এমনটা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এক জ্যোতিষী।
গত বছরের ডিসেম্বরে ভবিষ্যদ্বাণীতে বলা হয়, শেখ হাসিনাকে ২০২৪ সালের মে থেকে আগস্ট মাসে সতর্ক থাকতে হবে। এ সময়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে। এ ভবিষ্যদ্বাণী করেন ভারতের প্রখ্যাত জ্যোতিষী প্রশান্ত কিনি।
নিজের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে, জুন, জুলাই, আগস্ট মাসে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।
গত সোমবার শেখ হাসিনার দেশত্যাগের পর আবারও সেই পুরোনো পোস্ট শেয়ার করেন জ্যোতিষী কিনি। সেখানে তিনি লেখেন, আমি আগেই ধারণা করেছিলাম শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন। তিনি কি দেশ ছেড়ে পালিয়েছেন!
মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়। তাতে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করছেন। অনেকে আশ্চর্য হয়ে ওই জ্যোতিষীর ভক্ত বনে যাচ্ছেন।
মন্তব্য করুন