দেশের শিল্প কারখানার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দারস্থ হয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) রাত আটটায় এ কে আজাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল বুধবার থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ কে আজাদ আরও বলেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। পুলিশ কাজ করতে পারছে না। নিরাপত্তা না দিলে কারখানা চালু করা সম্ভব হবে না। পুলিশ কারখানার নিরাপত্তা দিতে পারছে না। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে।
এ কে আজাদ যখন বঙ্গভবনে ঢুকছিলেন তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের সঙ্গে জরুরি সভা করছিলেন রাষ্ট্রপতি। যেখানে তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত আছেন।
মন্তব্য করুন