সরকার পতনের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় পুরোপুরি ফাঁকা অবস্থায় রয়েছে। কজেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্য কর্মকর্তা কেউ কার্যালয়ে উপস্থিত হননি। অনেকে সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন।
আজ মঙ্গলবার (০৬ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সেবাপ্রত্যাশী যাত্রাবাড়ীর মনির ইসলাম বলেন, পর্চা তুলতে আসছিলাম। কিন্তু এসে কাউকে দেখছি না। সবকিছু তালা দেওয়া রয়েছে।
সায়দাবাদের মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, জমাজমি নিয়ে দেওয়ানি মামলায় আজকে হাজিরা ছিল৷ কিন্তু এসে দেখি আদালত তালাবদ্ধ। তাই এখন ফিরে যাচ্ছি।
নিরাপত্তা দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, স্যারেরা আজ কেউ অফিসে আসেননি। কেন আসেনি জানা নেই। আমি একাই অফিসে আছি।
মন্তব্য করুন