বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসোইনের ইস্কাটনস্থ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ইস্কাটনের এবিসি ক্রিসেন্ট কোর্টে হামলা চালায় আন্দোলনকারীরা। ওই ভবনের ২য় তলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির বসবাস করেন। আন্দোলনকারীরা ভবনের গেট এবং ওয়েটিং রুম, সামনের বাগানে ভাংচুর করেন। এরপর পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেন তারা।
এক পর্যায়ে ২য় তলায় জাকিরের বাসায়ও হামলা চালায়। ভাংচুর করা হয় বাসার ভিতরের আসবাবপত্র।
মন্তব্য করুন