কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আর যেন রক্তপাত না হয়’

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান। ছবি ভিডিও থেকে
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান। ছবি ভিডিও থেকে

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে সবার চিন্তা করা উচিত, যাতে আর কোনো রক্তপাত না হয়।

দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে রোববার (৪ আগস্ট) রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাবেক এ মেজর বলেন, বর্তমান এই পরিস্থিতি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। দেশে আন্দোলন হয়েছে, দু-একজনের মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের দেশে আন্দোলন যে এই পর্যায়ে পৌঁছবে, এটা আমি কখনো ভাবিনি। আমাদের দেশের সরকার যেটা আছে, একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার এবং তাদের সবকিছু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে। দেশে যে ঘটনা ঘটে গেল এবং যে পরিস্থিতি চলমান আছে; সরকার এখন সবকিছু মেনে নিতে চাচ্ছে, এটা যদি আগে করত তাহলে এ পরিস্থিতির উদ্ভব হয় না। এখন ওরা যা বলছে, সরকার তাই-ই মেনে নিচ্ছে। কিন্তু প্রথম আমরা কি করলাম? তাদের সঙ্গে কি ব্যবহার করলাম? কেমন করে আমাদের লোকদের উসকে দিলাম?

মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমি যখন টেলিভিশন দেখি, তখন ছাত্রদের বলা হয় দুষ্কৃতকারী। টেলিভিশনে একজনের চেহারাও আমি দুষ্কৃতকারী দেখিনি। যারা কতগুলো স্থাপনা পুড়িয়েছে। এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দিতে সাহায্য করেছে। কেপিআই স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তায় রাখা হয় কিন্তু আপনারা যদি ওই সময়কার ভিডিও ফুটেজগুলো দেখেন, দেখবেন কোনো নিরাপত্তা ছিল না। তাহলে কি মনে করার সুযোগ আছে, যা করছে তা করতে থাকুক। গুলি কেন তখন হয়নি? পরবর্তীতে আমাদের যে মূল্যবান প্রাণ চলে গেল, এগুলো তো আর ফিরে পাব না। এখন যেন আল্লার ওয়াস্তে আমরা এ জায়গাতে থামি।

তিনি বলেন, যেহেতু সব দাবিই মোটামুটিভাবে মেনে নেওয়া হয়েছে, যদিও এখন ৯ দফা থেকে এখন একদফায় পরিণত হয়েছে। এটা রাজনৈতিক ব্যাপার, এ বিষয়ে আমি কথা বলব না। তবে এখন সবার চিন্তা করা উচিত, যাতে আর রক্তপাত না হয়।

তিনি আরও বলেন, আজ ২৫ বছর হয়েছে আমি অবসরে গিয়েছি। কিন্তু একবারও মনে হয়নি আমি সেনাবাহিনীতে নেই। থাকিও সেনাবাহিনীর আশপাশে। প্রতিটি মুহূর্তে আমার মনে হতো আমি সেনাবাহিনীর সদস্য এবং এখনো মনে হয়। কিন্তু গত কদিন থেকে আমার পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যেসব কথা বলেন, আমার সত্যিই খুব খারাপ লাগে। এই জিনিসগুলো সেনাবাহিনীর প্রাপ্য না। এই সেনাবাহিনীর প্রশিক্ষণ দেখেছি, কিভাবে কি হয়। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, সে প্রশিক্ষণের কোনো চিহ্ন আমি পাইনি, দেখিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক

আর্জেন্টিনাকে উড়িয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ!

নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেপ্তার 

পলিথিনে স্কচটেপে প্যাচানো ছিল মানবদেহের খণ্ডিত অংশ

‘আউলিয়া কেরামদের প্রতি মহব্বতই শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে’

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে জামায়াতের শোক

মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজ-পেজেশকিয়ানের ফোনালাপ

শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল প্রশাসন

সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : যুবদল নেতা জুয়েল

ভয়ংকর বিপদে ইসরায়েল, গৃহযুদ্ধের শঙ্কা

১০

ড. ইউনূস-মোদির বৈঠক, এনসিপির মিশ্র প্রতিক্রিয়া 

১১

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রেপ্তার

১২

ভারতে সংশোধিত ওয়াক্ফ বিল পাসে খেলাফত মজলিসের প্রতিক্রিয়া

১৩

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই

১৪

চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি চেয়ে সরকারকে স্মারকলিপি

১৫

তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে যুবদল নেতা আমিন

১৬

ভাঙা বাঁধ ঠিক হলেও দুর্ভোগ কাটেনি উপকূলবাসীর

১৭

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি : টুকু

১৯

রাতে চা বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার

২০
X