গণভবনের চারপাশে অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৪ আগস্ট) সকাল থেকেই লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণভবনের চারপাশে অবস্থান নিতে দেখা যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায় আসাদগেটের আড়ং মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। নেতাকর্মীদের একটি অংশ আড়ং থেকে ২৭ নম্বর মোড় পর্যন্ত স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে।
এ ছাড়া খামারবাড়ি, পরিকল্পনা মন্ত্রণালয় ও কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
আ'লীগ নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালবেলাকে বলেন, এখন এ আন্দোলনে কোনো শিক্ষার্থী নাই। এ আন্দোলনে এখন ভর করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে। আমরা তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে নিয়ে প্রস্তুত।
আ'লীগ নেতাকর্মীদের গণভবনে অবস্থান ছাড়াও গণভবনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের।
মন্তব্য করুন