অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যার ফলে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি একটি সংস্থা থেকে এমন নির্দশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
গ্রামীণফোন এক লিখিত বক্তব্যে জানায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। পরিস্থিতি উন্নতির আশা করছি।
এর আগেও মোবাইল ইন্টানেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার চালু করে দেওয়া হয়।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।
মন্তব্য করুন