কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ
কোটা আন্দোলন

শনিবার বিক্ষোভ, রোববার থেকে সর্বাত্মক অসহযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ছবি : ভিডিও থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ছবি : ভিডিও থেকে

আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।’

তিনি বলেন, কালকের পর থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

এ সময় তিনি গ্যাস-বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান তিনি।

সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নজরুল-সোহরাওয়ার্দী ও মোল্লা কলেজ সংঘর্ষ / ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩০ শিক্ষার্থী

স্বাভাবিক চিকিৎসাসেবায় ফিরেছে ন্যাশনাল মেডিকেল কলেজ

গণভবন স্টাইলে লুট হলো মোল্লা কলেজ

বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের আন্দোলন

বিকেলে ৩ কলেজের সঙ্গে বসবে ডিএমপি

জমি নিয়ে বিরোধে বৃদ্ধার মরদেহ দাফনে বাধা

‘শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে’

সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

১০

আন্দোলনের ‘অ্যাপ’ চান শাওন

১১

আন্দোলনে গেলেই মিলবে এক লাখ টাকা

১২

ঢাকা যেন সংঘাত-সহিংসতার শহর!

১৩

মোল্লা কলেজে হামলায় ৩ জন নিহতের দাবি

১৪

ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে হাইকোর্টের আদেশের স্থিতাবস্থা

১৫

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু

১৬

পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের দুর্দান্ত জয়

১৭

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা-যাত্রাবাড়ী

১৮

টাকার বিনিময়ে শাহবাগে বাসভর্তি মানুষ নিয়ে আসে আ.লীগ নেতা

১৯

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

২০
X