শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস বাংলার ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু

সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ইউএস বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইটের উদ্বোধন করেন। ছবি : কালবেলা
সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ইউএস বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইটের উদ্বোধন করেন। ছবি : কালবেলা

পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু করেছে ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট চালাবে বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল থেকে এই ফ্লাইল চালু হয়। এর আগে দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ইউএস বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের প্রধান উদ্দেশে জনগণকে উন্নত সেবা ও সঠিক মূল্যে সেবা দেওয়া। এভিয়েশন খাতকে এগিয়ে নিতে সবার সঙ্গে বসে আলোচনা করব, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। সঙ্গে যাত্রী সেবাও নিশ্চিত করব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশের এভিয়েশন শিল্পে নিরব বিপ্লব ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ের শক্তি ও দৈর্ঘ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিমানবন্দরের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। তবে আমাদের আরও অনেক কাজ করার আছে। এভিয়েশন শিল্প টেকনোলজি বেইজড শিল্প। এখানে কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয়।

ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, নতুন চালু হওয়া এই রুটে ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৩ হাজার ১৮৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৯০ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৭৯৩ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৮৬ সৌদি রিয়েল। ঢাকা থেকে যাত্রীরা জেদ্দায় ৩০ কেজি এবং জেদ্দা থেকে ঢাকায় ৫০ কেজি পর্যন্ত বিনা খরচে লাগেজ বহন করতে পারবে।

২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে এখন দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও দুবাই, শারজাহ আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে এই বেসরকারি এয়ারলাইন্সটি।

উদ্বোধনী অনুষ্ঠানে এভিয়েশন সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরামর্শ দেন। অতিরিক্ত বিমান ভাড়া নেওয়ার বিষয়ে বিমানবন্দরের নানা ধরনের ট্যাক্স, সিভিল এভিয়েশনের সারচার্জ, এভিয়েশ যন্ত্রাংশ আমদানির ট্যাক্স, জেট ফুয়েলের অতিরিক্ত দামকে দায়ী করেন তারা। তবে এয়ারলাইন্সের প্রতিযোগিতা থাকলে ভাড়া কমবে বলে জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুৎফর রহমানসহ আটাব, টোয়াব ও হাবের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইগারদের জয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির অভিনন্দন

উপদেষ্টা হাসান আরিফের প্রয়াণে জাতি এক গুণী ব্যক্তিত্বকে হারাল : ইসকন বাংলাদেশ 

মাদ্রাসার টয়লেটের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত

একইদিন হার্ট অ্যাটাক : বোনের পর মারা গেলেন ডেনমার্ক প্রবাসী এমদাদ

এক দশক আগে নিখোঁজ সেই বিমানের খোঁজে মালয়েশিয়া

কালবেলায় সংবাদ প্রকাশ, ঘাঘটে প্রশাসনের অভিযানে ৩ জনের কারাদণ্ড 

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভাষানটেক থানা শাখার কমিটি গঠন

কামরুন্নাহার পপির স্মরণ সভা অনুষ্ঠিত

১০

সোয়া নয় কোটি টাকা মূল্যের মাদকসহ কারবারি গ্রেপ্তার 

১১

বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

১২

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট ইস্যু

১৩

‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

১৪

জবির গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে দুর্জয় এবং ফয়সাল

১৫

দৌলতদিয়ায় ৫ কিমিজুড়ে যানজট

১৬

মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল : জামায়াত আমির

১৭

হাসান আরিফ ছিলেন সর্বমহলে পরিচিত মুখ : ড. ফরহাদ

১৮

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে কর্নেল অলির শোক

১৯

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

২০
X