কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের যে বার্তা দিলেন সমন্বয়ক সারজিস

বাঁ থেকে সারজিস আলম ও সাংবাদিকদের কাছে তার পাঠানো বার্তার স্ক্রিনশট। ছবি : কালবেলা
বাঁ থেকে সারজিস আলম ও সাংবাদিকদের কাছে তার পাঠানো বার্তার স্ক্রিনশট। ছবি : কালবেলা

ডিবি কার্যালয় থেকে মুক্তির পর সাংবাদিকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

হোয়াটসঅ্যাপে সারজিস আলম সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বার্তায় জানিয়েছেন, ‘আমাদের ৬ জন সমন্বয়কের সিদ্ধান্ত ছিল- আমরা আজকে রাতে ডিবি অফিসের দিনগুলো নিয়ে একটি প্রেস রিলিজ দেব।’

‘এরপর অনলাইন মিটিংয়ে সবার সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব। ’

‘আমরা এখনও কোনো কর্মসূচি দেইনি। ইভেন (এমনকি) প্রেস রিলিজও দেইনি।’

এর আগে দুই সমন্বয়ক সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর দুজনেরই আইডি উধাও হয়ে যায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আইডি খুঁজেও পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার ডিবি থেকে মুক্ত হয়েই সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ওই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেন। একইসঙ্গে তিনি ‘গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে ; ততদিন এ লড়াই চলবে’ বলে ঘোষণা দেন।

অন্যদিকে, একইদিনে মুক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়; বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তার আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। তারা হলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের।

এর পরের দিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাসের সহায়তায় এএসপি ফাউন্ডেশনের ঈদসামগ্রী বিতরণ

টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

খুবির কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত সকাল ৮টায়

যে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন জামায়াত আমির

স্কুল বন্ধ, আফগান মেয়েদের জন্য মাদ্রাসাই একমাত্র পথ

ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ, ১৪৪ ধারা জারি

গত দুই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মানুষ

লঞ্চে বাড়তি ভাড়ার প্রতিবাদ করে ২৮ যাত্রী কারাগারে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

১০

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বাংলাদেশিসহ লাখো বিদেশির স্বপ্ন ভাঙার পথে

১১

হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

১২

আলুর দর নিয়ে বিতণ্ডা, শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা

১৩

হুইল চেয়ারে সিনেমা দেখতে এলেন মোশাররফ করিম

১৪

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের পাল্টা অবস্থান

১৫

দর-কষাকষি শেষে ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে

১৬

মিয়ানমারে সাড়ে ১৬ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ

১৭

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

১৮

‘গুম-খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের প্রতি সরকার উদাসীন’

১৯

মায়ের মুখের হাসি

২০
X