আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত দমনপীড়নে বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে সরকারকে দেশের সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় দমনপীড়ন বন্ধ করে আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, আমরা নারী সমাজের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি সমাধানের বারবার আহ্বান জানিয়েছি। এর পর গতকালও শিক্ষার্থীদের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ লোক প্রশাসন বিভাগের দুজন শিক্ষিকা আক্রান্ত হয়েছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার পরে ১২ দিন ধরে সে কারাগারে ছিল।
এই পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে এই দমনপীড়ন কার্যক্রম দেশে স্বাভাবিক পরিস্থিতির উত্তোরণে অন্তরায়।
মন্তব্য করুন