কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু

আবারও জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয় নিয়ে বিবৃতি দেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখেছি তার বাইরেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে— আগে থেকেই বাংলাদেশে মানবিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদাররা — সাইক্লোন রেমালসহ — বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে আরও বলেন, গত মাসে আমরা এবং আমাদের অংশীদাররা ১২ লাখ মানুষকে সহায়তা করার জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছি। বর্তমানে এর মাত্র ১৮ শতাংশ অর্থায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত ৫ জুন কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল।

এছাড়া যমুনা অববাহিকায় বসবাসকারী সম্প্রদায়গুলোতে নগদ অর্থ প্রদানের জন্য গত ৪ জুলাই কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল থেকে অতিরিক্ত আরও ৬২ লাখ মার্কিন ডলার রিলিজ করা হয়েছে। অপরদিকে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য কক্সবাজারে বিশাল মানবিক কর্মকাণ্ডও চলমান রয়েছে।

এর আগে কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজ রাখছে বলে জানান।

তিনি বলেন, মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন। এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ উঠে আসছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সোমবার ছাত্র বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার খবর জেনেছেন। এ পরিপ্রেক্ষিতে শান্ত ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষে আহত ৫

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিওয়াইবি সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখার সভাপতি কেডি, সম্পাদক হৃদয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

হাতি রাখার জায়গা নাই, দুই মাহুতকে ছেড়ে দিল পুলিশ

হত্যা মামলায় তোফায়েল আহমদের ভাতিজা মুকুল কারাগারে

আখক্ষেতের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ

ময়মনসিংহে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

সিওয়াইবি চবি শাখার নতুন সভাপতি রেদওয়ান, সম্পাদক হাছান মাহমুদ

বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

১০

হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম কারাগারে

১১

সব শ্রম সমস্যা সমাধানের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

১২

জুলাই অভ্যুত্থানে শহীদের তালিকায় আরও এক নাম

১৩

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য : শফিকুর রহমান

১৪

ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু অপপ্রচারে লিপ্ত : খেলাফত মজলিস

১৫

ফের বোমাতঙ্ক, ১৯৩ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ

১৬

পরিচয় মিলেছে লেকের পানিতে থাকা খণ্ডবিখণ্ড লাশের

১৭

গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব

১৮

চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

১৯

ফুটবলেও আসছে ডিআরএস?

২০
X