কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে শেরপুর (বামে) ও টাঙ্গাইল (ডানে) শোক র‌্যালি-দোয়া। ছবি : কালবেলা
সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে শেরপুর (বামে) ও টাঙ্গাইল (ডানে) শোক র‌্যালি-দোয়া। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এদিন কালো ব্যাজ ধারণ করে র‌্যালি এবং মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

শেরপুর : কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে শেরপুরে রাষ্ট্রীয় শোক পালন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও শোক র‌্যালি পালিত হয়।

এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের নিউমার্কেট থেকে বের হয়ে থানা মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নিহতদের স্মরণে সংসদ সদস্য দোয়া পরিচালনা করেন।

এর আগে, র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল প্রমুখ। বক্তারা বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের লোকজন সহিংসতা করছে। এখন থেকে যেখানেই বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ করা হবে। একই সঙ্গে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান তারা।

রাজশাহী : কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে রাজশাহীতে। নিহতদের স্মরণে কর্মসূচির মধ্যে ছিল কালো পতকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, দোয়া অনুষ্ঠান এবং কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, রাজশাহী সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠন এই কর্মসূচি পালন করেছে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সিটি করপোরেশনের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন। নিহতদের আত্মার শান্তি কামনায় নগর ভবন মসজিদে মঙ্গলবার বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহী জেলা পরিষদের মাসিক সভার পর রাষ্ট্রীয় শোক হিসেবে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল: কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণের পর আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (বশেমুরবিপ্রবি)। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের অফিসকক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রকৌশলী (চুক্তিভিত্তিক) এস এম এস্কান্দার আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক) মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন শিল্পের বিকাশে অবিলম্বে কমিশন গঠন করুন : এবি পার্টি 

এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে ধর্ম উপদেষ্টা একমত

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করা হবে’

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি : পররাষ্ট্র উপদেষ্টা

সাময়িক বন্ধের পর খুলল যমুনা ফিউচার পার্ক

রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফজয়ী ৩ পাহাড়ি কন্যা   

মোহাম্মদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

ইউপি চেয়ারম্যানের জবাবদিহিতা নিশ্চিতে ‘হ্যালো চেয়ারম্যান’

১০

একদিনের জন্য কারাগারে যেতে হবে হলান্ডকে!

১১

বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

১২

‘ফ্যাসিস্ট’ হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী

১৩

সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় : তারেক রহমান

১৪

ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত আলোর পথ দেখাব : ভিসি আমানুল্লাহ

১৫

ম্যানসিটির অবনমন হলেও দলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি গার্দিওলার

১৬

আন্দোলনে ঢামেক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল : আসিফ মাহমুদ

১৭

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে মামলা ২৭০৯ 

১৮

চাকরি দিচ্ছে ওয়ালটন, ১৮ বছর হলেই আবেদন

১৯

রাহুল-জয়সওয়ালের ব্যাটে পার্থে ভারতের দাপট

২০
X