বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (২৯ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ধানমন্ডি ৩২নং সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা, বহু ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।
এ ছাড়া তার সঙ্গে শ্রদ্ধা-নিবেদন করেন বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী, পরিচালক মোবারক হোসেন, সরকার আমিন, ডা. কে এম মুজাহিদুল ইসলাম, ড. শাহাদত হোসেন নিপু, উপপরিচালক সাইমন জাকারিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন