কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ রোববার (২৮ জুলাই) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার শাহাদাত আলী।
তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আজ বিকালে এ ব্যাপারে মন্ত্রণালয়ের জরুরি সভা আছে। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে আমরা জানাব।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সকালে মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলনকারীরা। এরপর থেকেই সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেল থেকে জানানো হয়- পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।
মন্তব্য করুন