বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারেক রহমানের নির্দেশে হয়েছে, যার প্রমাণও পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াত দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিটিভিসহ রাষ্ট্রীয় সম্পদে হামলা ও ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসে প্রথম। বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারেক রহমানের নির্দেশে হয়েছে, যার প্রমাণও পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- যারা ধ্বংসযজ্ঞ চালাবে তাদের বড় পদ দেওয়া হবে।
এ সময় শিক্ষার্থীদের দাবি আদায় হয়েছে তাই তাদের আর কোনো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
মন্তব্য করুন