দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (২২ জুলাই) নিজ দেশে ফিরে যান তিনি। এরপর মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে পিটার হাস বলেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নেওয়ার কথা তিনি কখনও ভাবেননি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মিশন এভাবে শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, সহকর্মী, পরিবার, বন্ধু এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বাংলাদেশের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঢাকা নিয়োজিত ছিলেন পিটার। তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালের মার্চে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি।
সূত্র জানায়, পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড মিলে। তিনি বর্তমানে চীনে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লাভেজ।
মন্তব্য করুন