কোটাবিরোধী আন্দোলনের কারণে বৃহস্পতিবার (১৮ জুলাই) বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। যা এখনো সচল হয়নি। কবে ট্রেন চলাচল শুরু হবে তাও জানা যায়নি। তবে জানা গেছে বুধবার (২৪ জুলাই) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন