বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলাসহ ছয়জনকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষক প্যানেল (সাদাদল) কর্মসূচি ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় সাদাদলের আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সর্বাত্মক আন্দোলনের আজকের পরিস্থিতি আমরা বিবেচনা করেছি। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ছয়জনকে হত্যা ও অসংখ্য আন্দোলনকারীকে আহত করার প্রতিবাদ করছি। একইসঙ্গে শিক্ষকদের অবমাননা এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে সাদা দল আগামীকাল ১৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করবে।
এতে যথাসময়ে সকলকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে বলা হয়েছে।
মন্তব্য করুন