স্পেন ও ব্রাজিলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরবিষয়ক পূর্ববর্তী প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার স্পেন ও ব্রাজিলের ভিভিআইপি সফর পূর্ববর্তী প্রেস ব্রিফিংয়ের শিডিউল পেছানো হয়েছে। পরবর্তী শিডিউল কবে তা সিদ্ধান্ত নেওয়ার পর ঘোষণা করা হবে।
এরআগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারে করতে স্পেন ও ব্রাজিল সফরের সিদ্ধান্ত ছিল। এক্ষেত্রে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে ২১ জুলাই মাদ্রিদ যাওয়ার কথা ছিল।
অন্যদিকে ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ব্রাজিল সফরের আগে তিনি স্পেন যাবেন, এমনটিই ছিল সিদ্ধান্ত। সব মিলিয়ে এ মাসে চীনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩টি দেশে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা।
মন্তব্য করুন