রাজধানীতে তাবলীগের সাদ ও জুবায়ের পন্থি দুই গ্রুপের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।
বুধবার (২৬ জুলাই) আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, শামসুলের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের ২য় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ১ বছর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি।
আরও পড়ুন : রাজধানীতে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে। সে জন্য তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিউমার্কেট থানার ওসি সফিকুল গনি সাবু বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন