কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে মৎস্যজীবী নারীদের স্বীকৃতি নেই

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স হলে মৎস্যজীবীদের নিয়ে সেমিনার। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স হলে মৎস্যজীবীদের নিয়ে সেমিনার। ছবি : সংগৃহীত

উপকূলে মৎস্যজীবী সম্প্রদায়ের একটি বড় অংশ নারী হলেও তাদের কাজের স্বীকৃতি নেই। উপকূলে যেসব জেলের কার্ড রয়েছে তাদের মধ্যে মাত্র ৪ শতাংশ নারী, বাকি ৯৬ শতাংশ কার্ডধারী জেলে পুরুষ। মাছ কাটা, বাছাই করা, শুঁটকি করা, পোনা ধরাসহ বেশির ভাগ গুরুত্বপূর্ণ কাজ করেন নারীরা। তারপরও এই নারীদেরও জেলে হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স হলে মৎস্যজীবীদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করেন ব্যক্তারা।

সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, পুরুষতান্ত্রিক সমাজে মাছ ধরা সব সময় ‘পুরুষের কাজ’ হিসেবে বিবেচিত হয়। নারীদের জেলে হিসেবে স্বীকৃতি নেই বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। উপকূলীয় অঞ্চলের নারীদের জেলে কার্ড পাওয়ার সংখ্যা খুব নগণ্য। এর পাশাপাশি নারীরা পুরুষ জেলের তুলনায় আয়ের ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের শিকার। কিছু অঞ্চলে দেখা যায়, নারীরা সমুদ্রে গিয়ে মাছ শিকার ও বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে তাদের অধিকাংশ সময় যায় মাছ কাটা ও বাছাই করতে। সে ক্ষেত্রে কাটা ও বাছাইকরণকে কতটুকু মৎস্যজীবী পেশা হিসেবে গণ্য করা হয়, তা নিয়ে নারীরা বিভ্রান্তিতে ভোগেন।

এ ছাড়া কার্ডধারী ও যারা কার্ড পাননি, বেশির ভাগ নারীই এ বিষয়ে সচেতন নন। ফলে কীভাবে জেলে কার্ডের জন্য আবেদন করতে হয়, তা জানেন না। ৯৩ শতাংশ নারী জেলে স্বাস্থ্যগতভাবে অসুস্থ থাকেন এবং যথাযথ চিকিৎসা সুবিধা পান না। উপকূল অঞ্চলে পানির লবণাক্ততার কারণে নারীদের বঞ্চনা অধিক মাত্রায় লক্ষ করা যায়। নারী জেলেরা লবণাক্ত পানিতে অনেক সময় ব্যয় করেন, প্রায়ই তারা বিভিন্ন অসুস্থতায় ভোগেন। ৪০ শতাংশ বিধবা বা একক আয়কর্তা নারীদের প্রতিনিয়ত হিমশিম খেতে হয় মৎস্য আহরণ করতে।

উপকূলীয় জেলা পটুয়াখালী (কুয়াকাটা), বাগেরহাট (মোংলা) ও কক্সবাজার সদরের ১৫০ নারী ও ১৫০ পুরুষ মৎস্যজীবীর ওপর এই গবেষণা চালায় মৎস্যজীবীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাদাবন সংঘ।

নারী জেলেদের প্রতি এসব বৈষম্যের পরিপ্রেক্ষিতে সেমিনারে বেশ কিছু সুপারিশ তুলে ধরে বাদাবন সংঘ। সেগুলো হলো ‘জেলে’ শব্দকে জেন্ডার–সমতায় আনার জন্য ‘নারী’ ও ‘পুরুষ’ মৎস্যজীবী শব্দে অন্তর্ভুক্ত করা; শ্রম আইন ২০০৬-এ মৎস্যজীবীদের জন্য আইন স্পষ্ট করা গেলে মৎস্যজীবীদের শ্রমিক হিসেবে যথাযথ সহযোগিতা করা; জেলে নিবন্ধন করার জন্য মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের অবহিতকরণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া; নারী জেলেদের নিয়ে ‘মহিলা/নারী’ শব্দ ব্যবহার করে সমবায় সমিতি নিবন্ধন করার জন্য সচেতনতা প্রয়োজন; কিছু অঞ্চলে নারীরা সমুদ্রে গিয়ে মাছ কাটেন ও বাছাই করেন। তাদের ‘মৎস্যজীবী’ হিসেবে গণ্য করা; নারী মৎস্যজীবীদের স্বাস্থ্যগত ও সুরক্ষা ঝুঁকি নিরসনে উপকূল অঞ্চলে মৎস্য অধিদপ্তরের চলমান প্রকল্পে অধিক গুরুত্ব দেওয়া; যেসব এলাকায় জেলে নিবন্ধন তালিকা হালনাগাদকরণ কার্যক্রম অব্যাহত নেই, তা চলমান করার উদ্যোগ নেওয়া।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা, ম্যান্ডেট, বাংলাদেশের জলসম্পদের অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস, মৎস্য খাতে সাম্প্রতিক অর্জন, অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষের কার্যক্রম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় মৎস্য চাষের বিষয় নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

‘৭০-এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপি বাদ দিতে হবে’

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

‘শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন’

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মঈন খানের

১০

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১১

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ

১২

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

১৩

‘একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় হয়েছে’

১৪

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

১৫

কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

১৬

কায়কোবাদ-তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

১৭

পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

১৮

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা, বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি

১৯

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

২০
X