কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৮ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

০৯ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কালের গহবরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ৯ এপ্রিল ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

১২৪১ - লিইয়েগনিটয যুদ্ধে মোঙ্গল বাহিনী পোলিশ এবং জার্মান সৈন্যদের পরাজিত করে।

১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৪৪০ - ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন।

১৪৮৩ - প্রথম এডওয়ার্ড চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন।

১৬০৯ - আশি বছরের যুদ্ধ স্পেন এবং ডাচ প্রজাতন্ত্র এন্টওয়ার্প-এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিরতি শুরু করে।

১৭৮৩ - টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দোর দখল করে নেন।

১৭৫৬ - নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন।

১৮৭২ - স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধ প্যাটেন্ট করে।

১৯১৮ - লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৮ - তুরস্কে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অপারেশন ওয়েসেরুবুং’ জার্মানিরা ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে।

১৯৪৫ - মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়।

১৯৪৮ - বায়তুল মোকাদ্দাসের পশ্চিমাঞ্চলে অবস্থিত দিরইয়াসিন গ্রামে ইহুদিবাদী ইসরাইলিরা ব্যাপক গণহত্যা চালায়।

১৯৫৭ - সুয়েজখাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।

১৯৬৫ - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়।

১৯৭৪ - দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ পাকিস্তানি যুদ্ধবন্দিকে প্রত্যর্পণের চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

১৯৯৭ - বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ।

১৯৯৮ - সৌদি আরবে হজের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ মুসল্লি নিহত।

জন্ম

১২৮৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ড।

১৮০৬ - ইসাম্বারড কিংডম ব্রুনেল, ইংরেজ প্রকৌশলী ও ক্লিফটন সাসপেনশন ব্রিজ পরিকল্পক।

১৮২১ - ফরাসি কবি শার্ল বোদলেয়ার।

১৮৩০ - এয়াড্বেয়ারড মুয়ব্রিডগে, ইংরেজ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার।

১৮৩৫ - বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড।

১৮৬৫ - এরিক লুডেন্ডোরফ, জার্মান জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৬৭ - ক্রিস ওয়াটসন, চিলির বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

১৮৭২ - লিও বলুম, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৮৮২ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত।

১৮৯৩ - রাহুল সাংকৃত্যায়ন ভারতের সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক।

১৯০১ - পল উইলিয়ামস, আমেরিকান অভিনেতা ও পরিচালক।

১৯২৫ - রোকনুজ্জামান খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক ।

১৯২৬ - হিউ হেফ্‌নার, মার্কিন প্রকাশক এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।

১৯৩৮ - ভিক্টর চেরনোম্যরডিন, রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩০তম প্রধানমন্ত্রী।

১৯৪৮ - জয়া বচ্চন, ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ।

১৯৫৩ - ভবানীপ্রসাদ মজুমদার, ভারতীয় বাঙালি কবি ও ছড়াকার।

১৯৫৭ - সেভে বালেস্টেরস, স্প্যানিশ গলফ খেলোয়াড় ও স্থপতি।

১৯৬৬ - সিনথিয়া নিক্সন, আমেরিকান অভিনেত্রী।

১৯৭৫ - রবি ফাওলার, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৮৫ - আন্তোনিও নকেরিনো, ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু

০৫৮৫ - সম্রাট জিমু, জাপানি সম্রাট।

০৪৯১ - যেনো, বাইজেন্টাইন সম্রাট।

১৫৫৩ - ফ্রাঁসোয়া রাবলে, ফরাসি সন্ন্যাসী ও পণ্ডিত।

১৫৫৭ - মিকায়েল আগ্রিকলা, ফিনিশ যাজক ও পণ্ডিত।

১৬২৬ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।

১৭৫৪ - ক্রিস্টিয়ান উলফের, জার্মান দার্শনিক ও শিক্ষাবিদ।

১৭৫৬ - নবাব আলীবর্দী খাঁ, বাংলা, বিহার, ওড়িশার নবাব।

১৮৮২ - ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও কবি।

১৮৮৯ - মাইকেল ইউজিনে শেভরেউল, ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৬ - ফেরডিনান্ড টনিয়েস, জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৪৫ - ডিয়েট্রিখ বোনহোফের, জার্মান যাজক ও ধর্মতত্ত্ববিদ।

১৯৪৫ - উইলহেম কানারিস, জার্মান নৌ-সেনাপতি।

১৯৫৯ - ফ্র্যাংক লয়েড রাইট, আমেরিকান স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার, লেখক ও শিক্ষক।

১৯৭০ - জ্ঞানেন্দ্রনাথ রায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী।

১৯৮০ - মোহাম্মদ বাকির আল-সাদর, ইরাকি দার্শনিক।

১৯৯৩ - সাইয়্যেদ মোর্তজা আয়ুবী শাহাদাত, ইরানের বিখ্যাত শিল্পী ও লেখক।

২০০১ - শাকুর রানা, পাকিস্তানি আম্পায়ার।

২০০৯ - শক্তি সামন্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

২০১১ - সিডনি লুমেট, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০২১ - পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা: নাহিদ ইসলাম

নদীর পাড় ভেঙে নৌকায় ঘুমন্ত যুবকের মৃত্যু

স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারা আল্লাহর অনুগ্রহ : জামায়াত আমির

বর্ণিল আয়োজনের জবিতে বর্ষবরণ, প্রথমবার বৈশাখী মেলা

টাইমস স্কয়ারে সহস্রকণ্ঠে বিশ্ববাঙালির বর্ষবরণ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

গাজীপুরে পুলিশের ওপর হামলা, অতঃপর...

বিছানায় স্ত্রীর নিথর দেহ, স্বামী ঝুলছিলেন ফ্যানে

‘কালকে ছিলাম ধনী আজকে আমি ফকির’

সরাসরি লাল কার্ডের পরও বড় শাস্তি এড়াতে চলেছেন এমবাপ্পে!

১০

‘ফ্যাসিস্টের মুখাবয়ব কোনো রাজনীতির অংশ নয়’

১১

নববর্ষে কুমিল্লায় শত বছরের কাতলা মাছের মেলা

১২

দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নববর্ষে জাতির আকাঙ্ক্ষা: রিজভী 

১৩

সিলেটে পুরো দল নিয়ে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প

১৪

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

১৫

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা কেমন হলো?

১৬

তারকাদের বৈশাখ

১৭

পিছু ছাড়ছে না ভূকম্পন, এশিয়ার পর কাঁপল ফিজি

১৮

পোস্টে আটকে গেল মেসি, শীর্ষস্থান হারাল মায়ামি

১৯

চীনা তরুণী বললেন ‘আলহামদুলিল্লাহ’ 

২০
X