কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আজকের দিনটি কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের দিনের রাশিফল-

মেষ রাশি : আজ আপনি সকলের সঙ্গে চমৎকার যোগাযোগ এবং সহযোগিতা বজায় রাখতে সফল হবেন। ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। আবেগজনিত বিষয়ে আপনি উৎসাহ দেখাবেন। পারস্পরিক সহযোগিতা থাকবে। আপনি উৎসবের অনুষ্ঠানে অংশ নেবেন। আপনি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। ভাইবোনদের সঙ্গে সুখ ভাগ করে নেবেন। গুরুত্বপূর্ণ তথ্যের আদান-প্রদান হবে।

বৃষ রাশি : আজ আপনার ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। আবেগজনিত বিষয়ে আপনি উৎসাহ দেখাবেন। পারস্পরিক সহযোগিতা থাকবে। আপনি উৎসবের অনুষ্ঠানে অংশ নেবেন। আপনি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। ভাইবোনদের সঙ্গে সুখ ভাগ করে নেবেন। গুরুত্বপূর্ণ তথ্যের আদান-প্রদান হবে।

মিথুন রাশি : আজ আপনি উপলব্ধ সম্পদের আরও ভালো ব্যবহার করবেন। কাজ ব্যবসায় সৃজনশীলতা এবং যুক্তিসঙ্গততার ভারসাম্য বজায় থাকবে। নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। সব বিষয়ে সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে। সুখের সুযোগ বৃদ্ধি পাবে। সম্প্রসারণ ও সম্প্রসারণে আপনি সফল হবেন। আপনি বিভিন্ন কাজ সম্পন্ন করবেন। সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। ব্যক্তিগত বিষয়ে আপনি উদারতা দেখাবেন।

কর্কট রাশি : আজ আপনার লক্ষ্যগুলির দিকে এগিয়ে যাবেন। অনুপ্রেরণার অভাব কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আংশিক বাধাগুলির জন্য খুব বেশি যত্ন না করে এগিয়ে যেতে থাকুন। বিভিন্ন তথ্য বিবেচনা করুন। ভয় এবং আতঙ্ক এড়িয়ে চলুন। শেখার পরামর্শে মনোনিবেশ করুন। বাজেট ও খরচের দিকে খেয়াল রাখুন। পেশাদারদের মনোভাব উচ্চ থাকবে। বিনিয়োগের শতাংশ আরও ভালো হবে।

সিংহ রাশ : সিংহ রাশির জাতকদের বহুদিনের পরিশ্রম আজ কার্যকরী রূপ নিতে চলেছে। প্রশাসনিক ক্ষেত্রের কর্মীদের উন্নতি বাধাপ্রাপ্ত হবে। আত্মীয়ের সঙ্গে আজ আপনার সম্পর্ক জটিল হতে পারে। বিয়েতে হঠাৎ কোনো বাধা আসতে পারে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন।

কন্যা রাশি : পৈতৃক সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা মিটে যেতে পারে। আজ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতকরা। যন্ত্রাংশ বা ইমারতি ব্যবসায় আজ লাভের সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে স্থানান্তরের যোগ রয়েছে। বিনোদন, রিয়েল এস্টেট, মেরামতির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।

তুলা রাশি : আজ বিয়ের কথা পাকা হতে পারে। খাওয়া-দাওয়ার ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। হজমের গোলমালে কষ্ট পেতে পারেন। সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আজ সমস্যায় পড়তে পারেন। সন্তানের শারীরিক সমস্যা আপনাকে উৎকণ্ঠায় রাখবে। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা প্রতিষ্ঠা পাবেন এবং পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি : আজ যে কোনো রকম প্রতিবাদ এড়িয়ে চলুন। বন্ধুবান্ধবের সঙ্গে মতবিরোধের কারণে বৃশ্চিক রাশির জাতকরা মানসিক পীড়া অনুভব করবেন। ব্যবসায় লোভ সংবরণ না করলে সমস্যায় পড়তে পারেন। মানসিক চাঞ্চলতার কারণে লেখাপড়ায় বিঘ্ন আসবে। বৈবাহিক সম্পর্কে মাধুর্য থাকবে।

ধনু রাশি : ধনু রাশির জাতকদের গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হবে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। বকেয়া টাকা আজ ফেরত পেতে পারেন। অযথা ভবিষ্যতের দুশ্চিন্তায় আপনার মন উদ্বিগ্ন থাকবে। যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ আজ বুঝে করা উচিত।

মকর রাশি : আজ অতিরিক্ত খরচ করতে হবে মকর রাশির জাতকদের। কাউকে অর্থ ধার দেওয়ার আগে সব দিক বিবেচনা করে নিন। দীর্ঘদিনের অসুখ আজ নিরাময় হতে পারে। আজ হাড়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে।

কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে হতাশা আসতে পারে কুম্ভ রাশির জাতকদের। পুরোনো জিনিস আঁকড়ে ধরে সেন্টিমেন্টাল হলে সমস্যা জটিলতর হবে। সন্তানের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উৎপাদন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। স্টিল বা কাঠের শৌখিন আসবাবপত্র কেনার যোগ রয়েছে। পুলিশকর্মীরা সুখবর পেতে পারেন।

মীন রাশি : আয়ের নিরিখে আজ সঞ্চয় কম হবে মীন রাশির জাতকদের। দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। আর্টসের ছাত্রছাত্রীরা আজ নতুন সুযোগ পেতে পারেন। জনকল্যাণ মূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। নতুন বাড়ি তৈরির সুযোগ পাবেন। ক্ষুদ্র ও হস্তশিল্পের ব্যবসা লাভজনক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক ও কথাশিল্পী মাইদুর রহমান রুবেলের ৩ বই 

ভারতে নারীর ব্যাগে মিলল মাথাবিহীন মরদেহ

চীনের কমিউনিস্ট পার্টি থেকে আমন্ত্রণ পায়নি জাতীয় নাগরিক কমিটি

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি শিক্ষার্থীদের টানছে চীন

এবার অভিবাসী শিশুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ট্রাম্প

খুলে যাওয়া দুই বগি রেখেই গন্তব্যে ছুটল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ইউক্রেনের স্বাধীনতার বিনিময়ে যুদ্ধবিরতি চান না মাখোঁ

বিএনপি নেতা নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক 

পিরোজপুরের মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪০ দোকান

১০

বিএনপি নেতা নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

বামপন্থি থেকে যেভাবে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন নোমান 

১২

যুক্তরাষ্ট্রের সমর্থিত তড়িঘড়ি যুদ্ধবিরতি চায় না রাশিয়া

১৩

সুনামগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

১৪

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

১৫

সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা 

১৬

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘স্বাধীনতা’র ডাক জার্মানির নতুন চ্যান্সেলরের

১৭

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

জামায়াতের কর্মসূচি স্থগিত

১৯

ঈদে পেতে পারেন টানা ৯ দিনের ছুটি

২০
X