শীত পেরিয়ে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে। সেই সঙ্গে প্রকৃতি অপেক্ষায় রয়েছে গ্রীষ্মকে বরণ করে নেওয়ার জন্য। এ গরমে শরীরের যত্ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বাসার মধ্যে রাখা গাছপালার যত্ন নেওয়া। এ সময় গাছের পাতা শুকিয়ে ঝরতে থাকে। তাই প্রয়োজন বাড়তি যত্নের।
তাই এই গরমে কীভাবে গাছের যত্ন নিবেন চলুন জেনে নেওয়া যাক-
১. এ সময় নিয়মিত সকালে গাছে পানি দিতে হবে। তবে বেশি গরম পড়লে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে।
২. অনেকের ধারণা গরমের তীব্রতা বাড়লে পানিও বেশি দিতে হবে। তবে বিষয়টি এমন নয়। এ ছাড়া বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই সব সময় গাছে স্প্রে করে পানি দিতে পারেন।
৩. গাছের যেমন পানি, হাওয়া, আলো দরকার, তেমনই প্রয়োজন ছায়ার। গ্রীষ্মকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বাড়তে থাকে। তাই বেলা বাড়ার সময় গাছগুলো ছায়ায় এনে রাখতে পারেন।
মন্তব্য করুন