সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বুধবার, ২৫ ডিসেম্বর বিশেষ একটি দিন। এই দিনে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। এ ছাড়াও অনেক উল্লেখযোগ্য ঘটনা এই দিনে ঘটেছে। চলুন একনজরে সেগুলো দেখে নেওয়া যাক-
উল্লেখযোগ্য ঘটনা
আজ বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন।
১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন। ১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়। ১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়। ১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন। ১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়। ১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়। ১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহন করেন। ১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়। ১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়। ১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার। ১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়। ১৯৭৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন । ১৯৯১ - মস্কোর ক্রেমলিনে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স্থলাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা। ১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। ১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।
আজ যাদের জন্ম
১৬৪২ - ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। ১৭২১ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের জন্ম। ১৮৬১ - ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম। ১৮৭৬ - পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন। ১৯১৮ - মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জন্মগ্রহণ করেন। ১৯১৯ - বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ জন্মগ্রহণ করেন। ১৯১৯ - ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী জন্মগ্রহণ করেন। ১৯২৩ - বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম ব্যক্তি মাজহারুল ইসলাম জন্মগ্রহণ করেন। ১৯২৭ - ভারতীয় সংগীতজ্ঞ রাম নারায়ণ জন্মগ্রহণ করেন। ১৯৩৪ - বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক সত্য সাহা জন্মগ্রহণ করেন। ১৯৪৮ - কবি হুমায়ুন কবিরের জন্ম।
আজ যাদের মৃত্যু
১৯৭৭ - ইংরেজ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন । ১৯৮০ - চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৮৮ - চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।
মন্তব্য করুন