সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ রোববার ০১ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি :
৬৩১ - হযরত মোহম্মদ(সা.)-এর তাবুক অভিযান শুরু হয়।
১৪২০ - ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।
১৬২৬ - জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৬৪০ - স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
১৭৬৮ - দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।
১৮২১ - স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৪ - কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
১৮৩৫ - হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।
১৮৫২ - নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।
১৯১৮ - সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯১৯ - প্রথম মহিলা সংসদ সদস্য হিসেবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তার আসন গ্রহণ করেন।
১৯২০ - পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৪৮ - ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণবৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করেছিল।
১৯৫৮ - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৮ - আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
১৯৫৯ - অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙিন ছবি তোলা হয়েছিল।
১৯৬৩ - নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৬৪ - মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশ সমুহ জাতিসংঘের সদস্যপদ পায়।
১৯৬৭ - রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
১৯৭১ - ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।
১৯৭৬ - অ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।
১৯৮০ - বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৮১ - এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
১৯৮৮ - বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।
১৯৯০ - কর্মীরা ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চূড়ান্তকাজ শেষ হতে আরও চার বছর সময়ের প্রয়োজন ছিল।
১৯৯৮ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।
২০০২ - বাংলাদেশের গাইবান্ধায় জাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।
জন্ম :
১০৮১ - ফ্রান্সের ষষ্ঠ লুই।
১৭৬১ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।
১৮৪৭ - আমেরিকান কবি জুলিয়ান মুর।
১৮৫৮ - প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য।
১৯০০ - মুহম্মদ কুদরাত-এ-খুদা, একজন রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।
১৯০৩ - চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং।
১৯১৭ -বিমলচন্দ্র সিংহ সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক।
১৯৩২ - অদ্রীশ বর্ধন, বাঙালি ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক।
১৯৩৫ - উডি অ্যালেন, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকাভিনেতা, নাট্যকার এবং জ্যাজ সঙ্গীতজ্ঞ।
১৯৪২ - রেজাউল করিম হীরা, বাংলাদেশের রাজনীতিবিদ।
মৃত্যু :
১১৩৫ - ইংল্যান্ডের প্রথম হেনরি, ইংল্যান্ডের রাজা।
১২৪১ - ইংল্যান্ডের ইসাবেলা, জার্মানির রাণী।
১৪৩৩ - সম্রাট গো-কোমাত্সু জাপানের সম্রাট।
১৯২৮ - কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরা।
১৯৪৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি মৃত্যুবরণ করেন।
১৯৫২ - মুহাম্মদ আবদুল্লাহিল বাকী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী।
১৯৬৪ - জে বি এস হ্যালডেন, বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী।
১৯৭৪ - সুচেতা কৃপালনী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৯০ - বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ।
১৯৯১ - অর্থনীতিতে নোবেলজয়ী [১৯৮২] অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার।
১৯৯৭ - খান আতাউর রহমান, বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা।
১৯৯৯ - শান্তিদেব ঘোষ, ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসংগীত-বিশারদ।
২০১৮- আনোয়ার হোসেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার। তারামন বিবি, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা।
ছুটি ও অন্যান্য :
বিশ্ব এইডস দিবস (আন্তর্জাতিক)
শিক্ষক দিবস (পানামা)
জাতীয় দিবস (মায়ানমার)
মন্তব্য করুন