সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি: ১২১৫ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৪০৯ - সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু। ১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৭৬৩ - মীরজাফর দ্বিতীয়বারের জন্য মুর্শিদাবাদের নবাব হন। ১৭৯৪ - ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়। ১৭৯৯ - আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়। ১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন। ১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়। ১৮৯৪ - চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯০৯ - লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন। ১৯৩৮ - ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত ও প্রায় একশ জন আহত হন। ১৯৪৩ - মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৯৪৬ - প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়। ১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর। ১৯৫৭ - ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়। ১৯৭৫ - বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে। ১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম। ১৯৭৯ - জার্মানির কান শহরে ফিলিস্তিনি সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন। ১৯৯৩ - দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে প্রচণ্ড হামলা চালায়। ২০০৭ - প্রতিভা পাতিল, ভারতের ১৩তম রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম: ১১০৯ - ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা। ১৭৯৭ - ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টার জন্ম। ১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাসের জন্ম। ১৮৪৪ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক। ১৮৭৫ - জিম করবেট, ইংলিশ শিকারী ও সংরক্ষনবাদী প্রকৃতিবিদ। ১৮৯২ - প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার। ১৮৯৪ - ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা। ১৮৯৪ - গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী। ১৮৯৯ - চলচ্চিত পরিচালক আর্থার লুবিনের জন্ম। ১৯০১ - মনোজ বসু, একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। ১৯০৫ - এলিয়াস ক্যানেটি, নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার। ১৯০৮ - বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ১৯২০ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী। ১৯২৩ - সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম। ১৯২৯ - ভারতীয় বাম রাজনীতিক সোমনাথ চ্যাটার্জীর জন্ম। ১৯২৯ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। ১৯৩০ - মারে চ্যাপেল, নিউজিল্যান্ডের ক্রিকেটার। ১৯৩৬ - গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি। ১৯৩৯ - আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক ও সমাজসংস্কারক। ১৯৫৬ - ফ্রান্সিস আর্নল্ড, মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলী। ১৯৭৪ - রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশি দাবাড়ু। ১৯৮৬ - হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৮ - পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।
মৃত্যু: ১৮৩৪ - স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক ও দার্শনিক। ১৮৪৩ - পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোসের মৃত্যু। ১৯০৯ - ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই। ১৯৩৬ - জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্টের মৃত্যু। ১৯৫৩ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী। ১৯৬৩ - ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তির মৃত্যু। ১৯৭৩ - লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯৮০ - বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক। ১৯৮৬ - ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক। ২০০২ - খ্যাতনামা কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান এর মৃত্যু। ২০০৩ - জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। ২০১৪ - সাংবাদিক, সংসদ সদস্য বেবী মওদুদের মৃত্যু।
মন্তব্য করুন