রাজীব শাঁখারী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাউথ আফ্রিকান “গ্যালিটো’স” এখন ঢাকায়

সাউথ আফ্রিকান “গ্যালিটো’স” এখন ঢাকায়

রন্ধনশৈলী বা খাবারের স্বাদ এখন কোনো সীমানার গণ্ডিতে আটকে নেই। এখন ইচ্ছে হলেই মেক্সিকান, আমেরিকান বা ইতালিয়ান খাবার পাওয়া যায় শহরের বিভিন্ন রেস্তোরাঁয়। তেমনই সাউথ আফ্রিকান রেস্তোরাঁর চেইন নান্দোসের সাফল্যের কারণে সসটি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। এখন সাউথ আফ্রিকানের পেরি পেরি চিকেনের স্বাদ পাওয়া যাবে খোদ ঢাকাতেই।

২২ জানুয়ারি ঢাকার গুলশান-২ এর অস্ট্রেলিয়ান হাইকমিশনের বিপরীতে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করল গ্যালিটো’স। সসের জন্য বিখ্যাত এ প্রতিষ্ঠানের ঢাকা ব্রাঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল খান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও রায়হান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আহমেদ, পরিচালক শেখ জাহিন আহমেদ এবং তার স্ত্রী।

প্রতিষ্ঠানের মোড়ক উন্মোচন পর্বের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, “গ্যালিটো’স একটি সাউথ আফ্রিকান অথেনটিক চেইন, যা আমাদের দেশের গ্রিল চিকেনের স্বাদকে আরও উন্নত করবে এবং আমাদের হাতের নাগালে আন্তর্জাতিক মানের স্বাদ পেতে সাহায্য করবে। দোয়া করবেন আমরা যাতে কোয়ালিটি এবং কনসিসটেন্সি বজায় রাখতে পারি।”

গ্যালিটো’সয়ের জন্ম সাউথ আফ্রিকাতে আর পিরি পিরি চিকেন একটি পর্তুগিজ রেসিপি। গার্লিক, লেমন ও হার্ব, গ্রিন চিলি, বারবিকিউ পেরি পেরি, মাইল্ড, হটসহ নয়টি ফ্লেভারের সসগুলো নানা ধরনের উপাদানে তৈরি। তাই গুণে ও মানে অটুট থাকায় গ্রিল চিকেনের স্বাদকে করে অতুলনীয়। গ্যালিটো’সয়ের সসের মূল উপাদান উৎপাদিত হয় মোজাম্বিকে। সসটি সরাসরি সাউথ আফ্রিকা থেকে প্যাকিং হয়ে আসে।

সাউথ আফ্রিকান ব্র্যান্ড গ্যালিটো’সয়ের গ্র্যান্ড ওপেনিংয়ের অনুভূতি প্রসঙ্গে প্রতিষ্ঠানের সিইও রায়হান আহমেদ জানান, “কয়েক মাস আগের কথা সস্ত্রীক দুবাই গিয়েছিলাম। সেখানেই আমার সহধর্মিণী বলল পিরি পিরি চিকেন রান্নার জন্য কিছু গ্যালিটো’সয়ের সস নিয়ে আসতে। তার পরামর্শেই কিছু ফ্লেভারের সস নিয়ে আসি এবং এর স্বাদ চেখে দেখি। তখন থেকেই সেই স্বাদ মুখে লেগেছিল, যার ফলস্বরূপ আজ ঢাকায় গ্যালিটো’সয়ের যাত্রা শুরু।”

এই সস দিয়ে পিরি পিরি চিকেন তৈরি করতে মুরগির মাংসকে কমপক্ষে ২৪ ঘণ্টা মেরিনেট করা হয়। এ ছাড়া মুরগির মাংস গ্রিল করতেও এই সস ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক গ্যালিটো’স ব্র্যান্ডের এদেশে আগমন প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল খান জানান, “বিদেশে যখন ঘুরতে বা খেলতে যাই তখন দেখি অনেক বড় বড় ব্র্যান্ড। আর ভাবি কবে আমাদের দেশে এসব ব্র্যান্ড আসবে। এখন আমাদের দেশেও উন্নত বিশ্বের সেসব ব্র্যান্ড শোরুম চালু করছে। এখন আমিও বলতে পারব, আমাদের ঢাকাতেও গ্যালিটো’স ব্র্যান্ড আছে যাদের পিরি পিরি চিকেন একটি সিগনেচার রেসিপি। আমি একজন ভোজনপ্রিয় মানুষ; কিন্তু একজন খেলোয়াড় হওয়ায় অনেক ধরনের ডায়েট মেনেই খেতে হয়। তবে

গ্যালিটো’সয়ের পেরি পেরি চিকেন গ্রিলের পুরো প্রসেসের কোনো অংশেই কোনো প্রকার তেলের ব্যবহার করা হয় না। এতে খাবার স্বাস্থ্যকর এবং কোলেস্টেরল ফ্রি থাকে। যারা ডায়েট মেনে খাওয়া-দাওয়া করেন চাইলে তারাও একবার চেখে দেখতে পারেন গ্যালিটো’সয়ের পিরি পিরি চিকেন। আর যারা আগে পিরি পিরি চিকেনের স্বাদ নিয়েছেন তাদের ফেভারিট সেই স্বাদ এখন পাবেন গ্যালিটো’স রেস্তোরাঁয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে স্মার্টফোন বিস্ফোরণ এড়াতে প্রয়োজন বাড়তি যত্ন

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক

ভোলায় দ্বিতীয়বার বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ইপিএলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড

তীব্র গরমে বেড়েছে রিচার্জেবল ফ্যানের চাহিদা 

ইমরান খানের ওপর বড় নিষেধাজ্ঞা আদালতের

গেইলকে ভয় পান বোল্ট!

৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা শুরু

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

১০

বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে

১১

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, অতঃপর

১২

প্রেম করে বিয়ে / ফ্ল্যাটে মিলল স্বামী-স্ত্রীর লাশ, পাশে ছিল চিরকুট

১৩

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

১৪

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু

১৫

ছুটির দিনটি কেমন যাবে আপনার?

১৬

এক রাতে ৫ সেচ মেশিন চুরি, বোরো ধান চাষে শঙ্কা

১৭

টোল আদায় নিয়ে সংঘর্ষ, আহত ২৫

১৮

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

১৯

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২০
*/ ?>
X