কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
৪৩তম বিসিএস

তিন কার্যদিবসের মধ্যে নন-ক্যাডারের ফল বাতিল না হলে আইনি ব্যবস্থা 

৪৩তম বিসিএসে নন-ক্যাডারের ফল বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সুপারিশপ্রত্যাশীরা। ছবি : কালবেলা
৪৩তম বিসিএসে নন-ক্যাডারের ফল বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সুপারিশপ্রত্যাশীরা। ছবি : কালবেলা

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল বাতিল, আগের বিসিএসগুলোর মতো লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার না হওয়া প্রার্থীদের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সময় বাড়িয়ে সর্বোচ্চ সংখ্যক শূন্যপদে নন-ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুপারিশপ্রত্যাশীরা।

এ সময় তারা জানান, তাদের দাবি আদায়ে এরই মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রার্থীরা চায়, তিন কার্যদিবসের মধ্যে তাদের দাবি পূরণে সরকার উদ্যোগী হোক। এর ব্যত্যয় হলে নোটিশকারীদের পক্ষে দ্রুতই উচ্চ আদালতে ন্যায়বিচার চেয়ে আবেদন করা হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নন-ক্যাডার প্রার্থী হালিমা আক্তার। এ সময় প্রার্থীদের আইন উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ আরও উপস্থিত ছিলেন নন-ক্যাডার প্রার্থী মারুফ হোসেন, হাসান সরদার, ফারুকুল ইসলাম, আইরিন আক্তার, মনির হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে হালিমা আক্তার জানান, ৪০তম বিসিএসে ৯ম গ্রেডে ১ হাজার ৬০৪টি, ৪১তম বিসিএসে ১ হাজার ৪৩টি ও ৪৩তম বিসিএসে ১৯৬টি; ১০ম গ্রেডে ১ হাজার ১০৮টি, ২ হাজার ৬০১টি ও ৮৬১টি; ১১তম গ্রেডে ৪০টি, ১৮টি ও ৬টি এবং ১২তম গ্রেডে ১ হাজার ৭২৬টি, ৩৯১টি ও ২৭৯টি পদ ছিল। সব মিলিয়ে ৪০তম বিসিএসে নন-ক্যাডারের পদ ছিল ৪ হাজার ৪৭৮ টি, ৪১তম বিসিএসে ৪ হাজার ৫৩টি এবং ৪৩ তম বিসিএসে ১ হাজার ৩৪২টি। এর মধ্যে সুপারিশ পেয়েছেন যথাক্রমে ৩ হাজার ৬৫৭ জন, ৩ হাজার ১৬৪ জন এবং ৬৪২ জন।

তিনি জানান, ৪৩তম বিসিএসে শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক পদের ১৪টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তার ৬টি, শ্রম কর্মকর্তার ৫টি এবং অর্থ বিভাগের এসএএস সুপারিনটেনডেন্টের ২৯টি সহ মোট ৫৪টি পদ প্রত্যাহার করে চরম প্রহসন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিসিএসের মাধ্যমে পূরণযোগ্য প্রায় লক্ষাধিক পদ এখনো খালি রয়েছে। কিন্তু এরপরও নন-ক্যাডার প্রার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। এর পেছনে সৎ ইচ্ছা, আন্তরিকতার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী। ৪৩তম বিসিএস ও পিএসসি যেসব শর্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং বর্তমানে যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তা সরাসরি নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ ও ২০১৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের অধিকাংশ প্রার্থী করোনার কারণে ক্ষতিগ্রস্ত। কারণ, এ সময়ে নন-ক্যাডার নিয়োগ না হওয়া ও অন্যান্য নিয়োগ স্থগিত থাকায় অনেকেরই চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পিএসসির যতটুকু আন্তরিক হওয়া দরকার ছিল, তেমনটি তারা করেননি। এর ফলে পিএসসির বিরুদ্ধে আন্দোলন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটি বর্তমান সরকার ও দেশের জন্য নেতিবাচক। পিএসসির নেতিবাচক সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রার্থীদের পক্ষে মারুফ হোসেন, হাসান সরদার, ফারুকুল ইসলাম সহ ৫০০ জনের পক্ষে পিএসসি চেয়ারম্যান সহ পরীক্ষা সংশ্লিষ্ট তিন জনকে ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

হালিমা আক্তার বলেন, পিএসসি কর্তৃক এভাবে নন-কাডার নিয়োগকে সংকুচিত করা হলে বিভিন্ন দপ্তরে সরাসরি নিয়োগে দুর্নীতি বৃদ্ধি পাবে, সময়ক্ষেপণ হবে এবং দেশে বেকার সমস্যা আরও প্রকট হবে। তাই আশা করছি, আগামী তিন কার্যদিবসের মধ্যে ৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল বাতিল করে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য পদে নন-ক্যাডারদের সুপারিশ অব্যাহত থাকবে। এর ব্যত্যয় হলে নোটিশকারীদের পক্ষে দ্রুতই উচ্চ আদালতে ন্যায়বিচার চেয়ে আবেদন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত

‘নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না বিএনপি’

যমুনার ভাঙন রোধে গ্রামবাসীদের মানববন্ধন

মশা মারতে জিরো টলারেন্সে চসিক, খোঁজা হচ্ছে নতুন ওষুধ

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের চুক্তি সই

সিলেটে ফের প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এটিএম বুথে ঢুকে নারীর ভয়াবহ কাণ্ড

৩০ মিনিটের ব্যবধানে ৯ বাসায় চোরের হানা

কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

ছাত্র আন্দোলনে হামলার উসকানি / বশেমুরবিপ্রবি উপ-রেজিস্ট্রারকে ডিবিতে সোপর্দ

১১

এবার কর্ণফুলী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

চট্টগ্রামে জসিম খুনের ঘটনায় বড় সোহাগ গ্রেপ্তার

১৩

‘ঘুমের ওষুধ খাইয়েও ঘরে রাখা গেল না রাব্বিকে’

১৪

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

১৫

‘সুযোগ পেলেই সে আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয়’

১৬

রাবিতে বিভিন্ন অপরাধে শাস্তি পেলেন যারা

১৭

শখের বসে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১৮

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান

১৯

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর সত্য নয়

২০
X