৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৯ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে পিএসসির ভেতরে প্রবেশের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, পিএসসি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগসংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
কমিশন বলছে, বিসিএসসহ অন্যান্য পরীক্ষার (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু পিএসসির নিজস্ব অবকাঠামো নেই, তাই এ সকল কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়। আবার পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/ এইচএসসির মতো পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে কমিশনের প্রস্তাবিত পরীক্ষাগুলোর জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। সার্বিক বিবেচনায় পিএসসি মনে করে, বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭ সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে বিসিএস ৪৬তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন প্রার্থীর ক্ষেত্রে ৪৪ তম মৌখিক পরীক্ষা ও ৪৬ তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।
এতে আরও বলা হয়, কমিশনের বিভিন্ন অংশীজনের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় সর্বদা প্রস্তুত। তবে বিসিএস ৪৬ এর লিখিত পরীক্ষা বিলম্বিত করার পক্ষে কতিপয় প্রার্থী গত ৮ এপ্রিল পিএসসির মত কেপিআই এর সামনে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবৈধ প্রবেশের যে চেষ্টা করেছেন, তা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন