নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সংস্থাটি দুই ক্যাটাগরিতে ৯০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-১)
পদসংখ্যা : ৫০০
যোগ্যতা : ন্যূনতম স্নাতক ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো।
বয়স : ৩০ জুন ২০২৪ তারিখে ২২ থেকে ৩২ বছর।
বেতন-ভাতা : শিক্ষানবিশকাল তিন মাস। এসময় সাকল্যে মাসিক বেতন ২১ হাজার টাকা। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে মাসিক বেতন ৩৬ হাজার থেকে ৪২ হাজার টাকা।
২. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-২)
পদসংখ্যা : ৪০০
যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো।
বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে ২০ থেকে ৩২ বছর।
বেতন-ভাতা : শিক্ষানবিশকাল তিন মাস। এসময় সাকল্যে মাসিক বেতন ২০ হাজার টাকা। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে মাসিক বেতন ৩৪ হাজার থেকে ৪০ হাজার টাকা।
সুযোগ-সুবিধা
দুটি পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক্-নিয়োগ দক্ষতা যাচাই/প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময় ৮ হাজার ৯৫০ থেকে ৯ হাজার ৪৫০ টাকা সম্মানী ভাতা দেওয়া হবে। এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। সফলভাবে তিন মাস শিক্ষানবিশকাল শেষ হলে বিজ-এ স্থায়ী করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য বেতন-ভাতা দেওয়া হবে।
এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স ইনসেনটিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), বিএলএফ (বিজ লোন ফান্ড), স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এ ছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা, সকালে নাশতার ব্যবস্থাসহ প্রতিবছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ বৃদ্ধি প্রাপ্ত হবে।
শর্ত মাঠ কর্মকর্তা গ্রেড-১ পদে যোগদানের সময় জামানত হিসেবে ২৫ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড-২ পদে যোগদানের সময় জামানত হিসেবে ২৪ হাজার টাকা জমা দিতে হবে। চাকরিতে যোগদানের ছয় মাস পর চাকরি থেকে অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ বিনা লাভে চাকরি শেষে ফেরতযোগ্য।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনে নিজের নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনে আবেদনকারীর রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি জন্মনিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে), নমিনির নাম, বয়স, সম্পর্ক, এনআইডি/জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগের জন্য আবেদন করেছেন, তা উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৮/বি, রোড নম্বর-২৯, গুলশান-১, ঢাকা-১২১২।
আবেদন পাঠানোর শেষ সময় : ১০ নভেম্বর ২০২৪।
মন্তব্য করুন