সরকার পতনের পর বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ রেখেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একে একে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কমিশন। সে কারণে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি রেওয়াজ অনুযায়ী আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।
তবে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
জানা গেছে, চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে পিএসসিতে গতি ফেরাতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত নীতি-নির্ধারণী পর্যায়ের সভা করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। সেখানে ৪৭তম বিসিএস নিয়ে আলোচনা হয়েছে।
জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন কালবেলাকে বলেন, আমরা প্রস্তুত আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জেনেছি। সেজন্য তারা একটি সভাও করেছে। যদি মন্ত্রণালয় থেকে ঠিক সময়ে চাহিদাপত্র পাই, তাহলে ৩০ নভেম্বরেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
মন্তব্য করুন