মঙ্গলবার গ্রেপ্তারের শঙ্কা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন। আজ শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ আশঙ্কার কথা জানিয়েছেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে তার পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। এই অভিযোগে তিনি গ্রেপ্তার হতে পারেন। এই ধরনের পরিস্থিতি দেখা দিলে এর বিরুদ্ধে গণবিক্ষোভে নামতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের একজন আইনজীবী বলেছেন, আগামী সপ্তাহে ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন—মার্কিন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর সমর্থকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এই আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার কথা আগেই জানিয়েছেন ট্রাম্প। নির্বাচনের আগে তিনি গ্রেপ্তার হলে প্রচারণায় ব্যাপক প্রভাব পড়তে পারে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাওয়া ‘গোপন সংবাদের’ মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আগামী মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com