দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ বা হার্ট অ্যাটাক শনাক্ত করার কিট আবিষ্কার করেছে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান। দেশটির টেলিভিশন চ্যানেল আইআরইবি জানিয়েছে, এই কিট ব্যবহার করে একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তা মাত্র ১০ মিনিটের মধ্যে শনাক্ত করা সম্ভব হবে। ফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে, তেমনি খরচ কমে আসবে স্বাস্থ্যসেবা খাতের।
ইরানের মতো একটি দেশের এই আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানের বিরাট অগ্রগতি বলে দাবি করছেন গবেষকরা। একাধিক মার্কিন নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরানের চিকিৎসা খাত এতদূর অগ্রগতি লাভ করেছে, যা কল্পনারও বাইরে ছিল সংশ্লিষ্টদের। এখন দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি এই কিট বিদেশেও রপ্তানি করতে পারবে দেশটি।
ইরানের গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা প্রতিবেশী দেশগুলোতে কিটটি রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব দেশে এ ধরনের প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি ধারণা করছেন, আঞ্চলিক দেশগুলোতে এই কিটের অন্তত ২০ কোটি ইউরোর বাজার রয়েছে। যদিও উন্নত দেশগুলোতে আগে থেকেই এ ধরনের কিট পাওয়া যায়। তবে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। ইরানি গবেষণা প্রতিষ্ঠানে তৈরি কিটটি শতভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি এবং এটির দাম তুলনামূলক অনেক কম বলে দাবি করেন এই কর্মকর্তা।
প্রতিষ্ঠানটি জানায়, এই কিট ব্যবহার করে একজন মানুষ নিজেই বুঝতে পারবেন, তিনি কোনো আলামতবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা। ফলে তার পক্ষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।
মানবদেহের হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। এ অবস্থায় মানুষের আঙুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে আবিষ্কৃত কিটে স্থাপন করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা সম্ভব হয়। রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার মতো মাত্র ১০ মিনিটের এই টেস্ট হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলছেন, এই কিটের কার্যকারিতা শতকরা ৯৮ ভাগ। ইতোমধ্যেই ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। বর্তমানে ইরানের বহু হাসপাতালে ব্যবহৃত হচ্ছে কিটটি। এটি ব্যবহারের কারণে এরই মধ্যে চিকিৎসাসেবা খাতে দেশের ২০ থেকে ৩০ লাখ ইউরোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন