কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেরুদণ্ডের সার্জারিতে নতুন দিগন্ত উন্মোচন

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি  ওয়ার্কশপ। ছবি : কালবেলা
মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি ওয়ার্কশপ। ছবি : কালবেলা

বাংলাদেশসহ সারা বিশ্বেই মেরুদণ্ডের (স্পাইন) রোগ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে মেরুদণ্ডের রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। এর মধ্যে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদেরও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৪০-৫০% লোক মেরুদণ্ডের ব্যথা বা সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ডিস্কের সমস্যা, স্নায়ু চেপে যাওয়া ইত্যাদি অত্যন্ত সাধারণ। ৫০ বছর বা তার বেশি বয়সী ৬০-৭০% লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ১০-১৫% প্রাপ্তবয়স্ক মানুষ ডিস্কের সমস্যায় আক্রান্ত হন। ব্যাক পেইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মেরুদণ্ড রোগগুলোর মধ্যে একটি। এতে শ্রমজীবী মানুষ, গাড়িচালক, বসে কাজ করা অফিস কর্মীরা বেশি আক্রান্ত হন।

তবে টিউমার, আঘাতজনিত সমস্যার কারণে সার্জারির প্রয়োজন পড়ে। দেশে সাধারণত মেরুদণ্ডের ওপেন সার্জরি প্রচলিত থাকলেও আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বা এমআইএসএস এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিটি রোগীদের জন্য একদিকে যেমন দ্রুত নিরাময় নিশ্চিত করে, তেমনি অপারেশনের জটিলতা কমায়।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি হলো একটি অত্যাধুনিক স্পাইন সার্জারি পদ্ধতি যেখানে ছোট কাটা দিয়ে স্পাইন অপারেশন করা হয়। এতে রোগী কম ব্যথা অনুভব করেন এবং হাসপাতাল থেকে দ্রুত ছুটি নিতে পারেন। এই পদ্ধতিতে সাধারণত লেজার, ছোট ক্যামেরা এবং বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডের সমস্যাগুলোর সমাধান করে।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুবিধাগুলো :

১. কম আঘাত ও ক্ষত : ছোট কাটা হওয়ায় রোগীর শারীরিক আঘাত কম হয়। ২. দ্রুত পুনরুদ্ধার : দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয় না, ফলে কর্মক্ষেত্রে ফিরতে সময় লাগে কম। ৩. কম ব্যথা ও রক্তক্ষরণ : পুরোনো পদ্ধতির তুলনায় ব্যথা ও রক্তক্ষরণ কম হয়। ৪. কম ইনফেকশন ঝুঁকি : ছোট কাটা এবং আধুনিক যন্ত্র ব্যবহার হওয়ায় ইনফেকশনের সম্ভাবনা অনেক কম।

মেরুদণ্ডের অপারেশন নিউরোসার্জনরা সবসময়ই করে আসছে। পূর্বে বড় করে কেটে করা হতো। কিন্তু বর্তমানে মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি বাংলাদেশে চলমান।

আধুনিক এই চিকিৎসায় সার্জনদের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডা. থিনেশ কুমারান, ডা. মার্ক ট্যান, ডা. ওয়েনি ইয়েপ নিউরোসার্জনদের এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেবেন। এতে করে বাংলাদেশ মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি আরও সামনে এগিয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা।

এই প্রোগ্রামের আয়োজক কমিটির চেয়ারম্যান ড. জাহিদ রায়হানের মতে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুযোগ পাইয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচির আয়োজন। মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি একটি ভরসাযোগ্য ও আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা রোগীদের জীবনযাত্রাকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ট্রাম্পের অভিষেক তহবিলে জাকারবার্গের ১০ লাখ ডলার

কাসপারভকে টপকে দাবায় ইতিহাস গড়লেন গুকেশ

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৫০ মিটারেও ইতিবাচক রাফি-যূথী

‘জামায়াতের কারো বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজি-ধর্ষণের অভিযোগ নেই’

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টনে প্রত্যাশার কেন্দ্রে থাকছেন গালিব

জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন : গবেষণা

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ২ জানুয়ারি বহাল

‘লাইব্রেরিতে সব ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে’

অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয় : শেখ বাবলু

১০

সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে : প্রিন্স

১১

গ্রামীণফোনের নতুন সিএমও নাজ, সিপিও সোলায়মান

১২

ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক

১৩

টাইমের চোখে ট্রাম্পই সেরা

১৪

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

১৫

টপ অর্ডারে আবারও ব্যর্থ লিটনরা

১৬

সাংবাদিকদের বেতন পরিশোধে তালবাহানা ও চাকরিচ্যুতিতে ডিইউজের উদ্বেগ

১৭

‘পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি’

১৮

দেড়শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বোটের ইঞ্জিন বিকল, অতঃপর...

১৯

বিশ্বের ১৫০টি দেশের চেয়েও ধনী ইলন মাস্ক

২০
X