বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেরুদণ্ডের সার্জারিতে নতুন দিগন্ত উন্মোচন

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি  ওয়ার্কশপ। ছবি : কালবেলা
মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি ওয়ার্কশপ। ছবি : কালবেলা

বাংলাদেশসহ সারা বিশ্বেই মেরুদণ্ডের (স্পাইন) রোগ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে মেরুদণ্ডের রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। এর মধ্যে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদেরও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৪০-৫০% লোক মেরুদণ্ডের ব্যথা বা সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ডিস্কের সমস্যা, স্নায়ু চেপে যাওয়া ইত্যাদি অত্যন্ত সাধারণ। ৫০ বছর বা তার বেশি বয়সী ৬০-৭০% লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ১০-১৫% প্রাপ্তবয়স্ক মানুষ ডিস্কের সমস্যায় আক্রান্ত হন। ব্যাক পেইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মেরুদণ্ড রোগগুলোর মধ্যে একটি। এতে শ্রমজীবী মানুষ, গাড়িচালক, বসে কাজ করা অফিস কর্মীরা বেশি আক্রান্ত হন।

তবে টিউমার, আঘাতজনিত সমস্যার কারণে সার্জারির প্রয়োজন পড়ে। দেশে সাধারণত মেরুদণ্ডের ওপেন সার্জরি প্রচলিত থাকলেও আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বা এমআইএসএস এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিটি রোগীদের জন্য একদিকে যেমন দ্রুত নিরাময় নিশ্চিত করে, তেমনি অপারেশনের জটিলতা কমায়।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি হলো একটি অত্যাধুনিক স্পাইন সার্জারি পদ্ধতি যেখানে ছোট কাটা দিয়ে স্পাইন অপারেশন করা হয়। এতে রোগী কম ব্যথা অনুভব করেন এবং হাসপাতাল থেকে দ্রুত ছুটি নিতে পারেন। এই পদ্ধতিতে সাধারণত লেজার, ছোট ক্যামেরা এবং বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডের সমস্যাগুলোর সমাধান করে।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুবিধাগুলো :

১. কম আঘাত ও ক্ষত : ছোট কাটা হওয়ায় রোগীর শারীরিক আঘাত কম হয়। ২. দ্রুত পুনরুদ্ধার : দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয় না, ফলে কর্মক্ষেত্রে ফিরতে সময় লাগে কম। ৩. কম ব্যথা ও রক্তক্ষরণ : পুরোনো পদ্ধতির তুলনায় ব্যথা ও রক্তক্ষরণ কম হয়। ৪. কম ইনফেকশন ঝুঁকি : ছোট কাটা এবং আধুনিক যন্ত্র ব্যবহার হওয়ায় ইনফেকশনের সম্ভাবনা অনেক কম।

মেরুদণ্ডের অপারেশন নিউরোসার্জনরা সবসময়ই করে আসছে। পূর্বে বড় করে কেটে করা হতো। কিন্তু বর্তমানে মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি বাংলাদেশে চলমান।

আধুনিক এই চিকিৎসায় সার্জনদের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডা. থিনেশ কুমারান, ডা. মার্ক ট্যান, ডা. ওয়েনি ইয়েপ নিউরোসার্জনদের এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেবেন। এতে করে বাংলাদেশ মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি আরও সামনে এগিয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা।

এই প্রোগ্রামের আয়োজক কমিটির চেয়ারম্যান ড. জাহিদ রায়হানের মতে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুযোগ পাইয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচির আয়োজন। মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি একটি ভরসাযোগ্য ও আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা রোগীদের জীবনযাত্রাকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর কবর দেখতে গিয়ে ‘মারধরের’ শিকার জুলাই শহীদের স্ত্রী

বিএনপি কারো কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানী

ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ঈদ মিছিল নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ

প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

১০

চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা প্রকৌশলী হাবিবের

১১

৩ যুগ ইমামতি শেষে রাজকীয় বিদায়

১২

আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

১৩

রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হয়েছিল শাহবাজ শরিফের

১৪

চায়ের দেশ শ্রীমঙ্গল পর্যটকদের পদচারনায় মুখরিত

১৫

সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ : সারোয়ার তুষার 

১৬

আজ থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

১৭

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম / ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত’

১৮

কেউ আ.লীগকে পুনর্বাসিত করতে পাববে না : হান্নান মাসউদ

১৯

জনগণের কাছে জবাবদিহিতা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন

২০
X