প্লীহার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নারী। কিন্তু অস্ত্রোপচারের সময়ে ভুলে কেটে ফেলা হয়েছে রোগীর লিভার। চিকিৎসকের এ ভুলের মাশুল দিয়ে হয়েছে চিকিৎসককে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে উইলিয়াম ব্রায়ানা নামের ৭০ বছর বয়সী বৃদ্ধ ভুল অস্ত্রোপচারের শিকার হয়েছেন। প্লীহার অস্ত্রোপচারের সময় ভুলে লিভারে কেটে ফেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম নিউইয়র্কপোস্ট জানিয়েছে, গত মাসে ফ্লোরিডায় উইলিয়াম ব্রায়ান এবং তার স্ত্রী বেভারলি ঘুরতে গিয়েছিলেন। সেখানে ব্রায়ান হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন। ফলে তারা একটি হাসপাতালে যান।
হাসপাতালে ভর্তি হয়ে তিনি বেশকিছু পরীক্ষা করেন। এরপর চিকিৎসক তাকে অস্ত্রোপেচার করতে বলেন। চিকিৎসকের পরামর্শে তিনি অস্ত্রোপেচার করতে রাজি হন। এ সময় চিকিৎসক বর্ধিত প্লীহা মনে করে তার লিভার কেটে ফেলেন।
মারা যাওয়া ওই রোগীর আইনজীবী জানিয়েছেন, তিনি অস্ত্রোপচার করতে চাননি। তবে জেনারেল সার্জন ডাক্তার থমাস সেকেনোভস্কি এবং হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা ডাক্তার ক্রিস্টোফার বাকানির অনুরোধে তিনি সম্মত হন। অস্ত্রোপচার না করলে শারীরিক অবস্থার অবনতির ভয় দেখান তারা।
তিনি বলেন, অস্ত্রোপচারে চিকিৎসক ভুল করে লিবার কেটে ফেলেন। এতে করে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। ফলে রোগীর মৃত্যু হয়।
মন্তব্য করুন