বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন তার সঠিক তথ্য জানাতে সব হাসপাতালকে আলটিমেটাম দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর হতাহতদের তথ্য জানিয়েছেন কুর্মিটোল জেনারেল হাসপাতাল।
শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক কর্নেল ডা. সাব্বির এ তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৪৫৯ জনকে চিকিৎসা দিয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এ ছাড়া হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক জানান, আহত সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ৪৫৯ জন আহতাবস্থায় চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫৪ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ২৬ জনের মেজর অপারেশন হয়েছে।
ডা. সাব্বির জানান, হাসপাতালে ১০ মৃত অবস্থায় এসেছেন। এ ছাড়া চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। তাদের অবস্থা খারাপ ছিল। ফলে তাদের জন্য কিছু করা সম্ভব হয়ে ওঠেনি।
হাসপাতালের সহকারী পরিচালক জানান, এখনো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।
এর আগে শনিবার বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।
মন্তব্য করুন