ঈদুল আজহার ছুটি প্রায় শেষ। এর মধ্যেই ঢাকায় ফিরতে শুরু করেছে সবাই। গ্রাম থেকে বা ছুটি শেষে শহরে আসা এসব মানুষদের জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে নিম্নোক্ত জরুরি কাজগুলো করার পরামর্শ প্রদান করা হয়েছে।
যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে-
১. ঘরের মেইন দরজা খুলে একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি ঘরে ঢুকবেন, দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের চারপাশে, পর্দার পিছনে এবং খাটের নীচে স্প্রে করবেন। ২. কোনভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঢুকতে দিবেন না ৩. মশার স্প্রে ব্যবহারের পর আধা ঘণ্টা অপেক্ষা করে সকলে ঘরে ঢুকবেন এবং সকল দরজা জানালা খুলে দিবেন। ৪. কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দিবেন।
যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নাই-
১. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি প্রথমে ঘরে ঢুকবেন, ঘরের সকল দরজা জানালা খুলে দিবেন এবং ফ্যানগুলো ছেড়ে দিবেন। ২. কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দিবেন। ৩. উক্ত কাজগুলো সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যসহ ঘরে প্রবেশ করবেন।
ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে হটলাইন ১৬২৬৩-তে ফোন করুন।
মন্তব্য করুন