কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা

গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা। ছবি : কালবেলা
গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা। ছবি : কালবেলা

স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব রয়েছে। সাধারণ মানুষকে ধূমপান ত্যাগ ও এর গ্রহণে বিরত থাকার জন্য জনসচেতনতা কার্যক্রম অবহেলিত হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ থাকতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার ওপর যথাযথ গুরুত্ব দিতে হবে।

আগামীকাল শুক্রবার বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল প্রকল্প ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের উদ্যোগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আলোচনা ও প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আকরাম হোসেন, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মো. কোরাইশি, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, হৃদরোগ বিভাগের পরামর্শক ডা. নুরুল হাসান।

এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির কূটকৌশল প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ধূমপান ও ধোঁয়াবিহীন মিলিয়ে দেশেপ্রতি ১০০ জনের প্রায় ৩৫ জন তামাকজাত দ্রব্যে আসক্ত। বাংলাদেশে ১৩-১৫ বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার ৯.২ শতাংশ। ঢাকা শহরের বিভিন্ন এলাকার মোট ১১০টি স্কুলের পারিপার্শ্বিক এলাকার ওপর যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় দেখা যায়, আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্কুলগুলোর ১০০ মিটারের মধ্যে অবস্থিত ৫০৭টি মুদি দোকানের ৪৮৭টিতেই অন্যান্য দ্রব্যের সঙ্গে তামাকদ্রব্য প্রদর্শন করতে দেখা গেছে। তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দিতে হবে।

তিনি আরও জানান, ফুসফুসের ক্যানসারের শতকরা ৮৫-৯০ ভাগ এবং শরীরের সব ক্যানসারের অর্ধেক ক্যান্সারের জন্য দায়ী তামাক। নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়। পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে।

জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্রিগেডিয়ার এম এ মালিক, অধ্যাপক এম আর খান প্রমুখ চিকিৎসকের অসামান্য অবদান স্মরণ করা হয়। বিশেষ করে গণস্বাস্থ্যের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৯৭২ সাল থেকে ধূমপায়ীদের আবেদনের প্রয়োজন নেই এই শর্তের প্রয়োগ একটি সুদূরপ্রসারী ও কার্যকর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলাবিরোধী মনোভাব

টাকা না দিলেই গায়ে সাপ ছেড়ে দেওয়ার হুঁমকি

খুলনায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা, জানে না বাদী

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের দ্বিতীয় সপ্তাহের প্রশিক্ষণ শুরু

মাদক সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার

তিন মাস পর চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

১০

সেন্ট গ্রেগরি স্কুলে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর  

১১

রাবির কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষার্থী

১২

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ডে

১৩

রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা

১৪

নির্যাতিত আ.লীগ কর্মী উজ্জ্বলের বাড়িতে গেলেন রিজভী

১৫

শিক্ষার্থীদের জন্য দুই রুটে বাস চালু করল যবিপ্রবি

১৬

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নে যুবকের যাবজ্জীবন

১৭

‘গুমের দায়ে ২২ জনকে বরখাস্তের খবরটি ভুয়া’ 

১৮

অনুমতি ছাড়া আর আইজিপির বাসভবনে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

১৯

ভারতে পালাতে গিয়ে আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০
X