শিশু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) গঠিত হয়েছে। ফোরামের ১৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ নির্বাচন কমিশনার এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।
নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. মাহবুবুল হককে বিএনএফের প্রেসিডেন্ট, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. মজিবুর রহমান মুজিবকে সেক্রেটারি জেনারেল ও ঢাকা মেডিকেল কলেজের নিওনেটলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রউফকে ট্রেজারার করা হয়।
এ ছাড়া প্রফেসর বেগম শরিফুন নাহার প্রেসিডেন্ট ইলেক্ট, প্রফেসর সুখময় কংস বনিক ও প্রফেসর মো. আব্দুল মান্নান ভাইস প্রেসিডেন্ট, ডা. রাবেয়া পারভীন ও প্রফেসর মাকসুদুর রহমান জয়েন্ট সেক্রেটারি, ডা. জাকিয়া নাহার অর্গানাইজিং সেক্রেটারি, ডা. সাদেক চৌধুরী মনি সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. আব্দুল্লাহেল আমান অফিস সেক্রেটারি, ডা. লিটন চন্দ্র সাহা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারি ও ডা. মো. ফখরুল আমিন বাদল সোস্যাল অ্যাফেয়ার সেক্রেটারি মনোনিত হয়েছেন।
মন্তব্য করুন