সন্তানদের বুকে আগলে রেখে বাঁচতে চান হুরে জান্নাত। তিনি পেশায় একজন শিক্ষক। স্বামীও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দীন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশা বেছে নেন। বিয়ে করেন হুরে জান্নাতকে।
শিক্ষক এই দম্পতির সংসারে দুটি সন্তান রয়েছে। তাদের দিনকাল ভালোই কাটছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হুরে জান্নাত। পরে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ভারতের তামিল নাড়ুর সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয় হুরে জান্নাতকে। এরপর সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জান্নাতের ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে।
চিকিৎকরা অবিলম্বে হুরে জান্নাতকে সার্জারির পরামর্শ দেন। তার সার্জারির সময় আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করেছেন চিকিৎসকরা। সার্জারির পর কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।
হুরে জান্নাতের স্বামী জসিম জানান, স্ত্রীর সার্জারির জন্য ১০ লাখ ও পরবর্তী চিকিৎসায় কেমোথেরাপিসহ আরও ২৫ লাখের (মোট ৩৫ লাখ) মতো ব্যয় হবে। ইতোমধ্যে তার সঞ্চয় ও ধার-দেনা করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন।
এতো ব্যয়বহুল চিকিৎসা চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই জসিমের। কিন্তু স্বামী সন্তানদের নিয়ে আরও দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান হুরে জান্নাত। মায়ের স্নেহে, বুকে আগলে রেখে সন্তানদের বড় করতে চান তিনি। এই ছোট্ট স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজের আপামর মানুষের দিকে তাকিয়ে আছেন এই শিক্ষক দম্পতি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় একজন মা তার সন্তানদের বড় করার স্বপ্নটি বাস্তব করতে পারবেন।
জান্নাতকে সহায়তার জন্য নিচের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। MD JASHIM UDDIN AC. NO. 2120215026238 (ROUTING NO. 170150130) SWIFT CODE:PRBLBDDH015 PRIME BANK PLC. AGRABAD BRANCH, CHATTOGRM. MD. JASHIM UDDIN AC. NO. 0801101024688 (ROUTING NO. 200150163) SWIFT CODE:BSONBDDHAGR SONALI BANK PLC. AGRABAD CORPORATE BRANCH, CHATTOGRAM. মোবাইল ব্যাংকিং Bkash/Nagad/Rocket: 01813166385 (Md. Jashim Uddin) Bkash/Nagad 01518328440 (HORE JANNAT, SPOUSE)
মন্তব্য করুন