বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা বিএসএমএমইউতে চিকিৎসাধীন আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার দাবি জানান।
জানা গেছে, সকালে বটতলায় এ কর্মসূচি শুরু হয়। এরপর বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করে বিশ্ব্যবিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন।
চিকিৎসকরা বলেন, সকল স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে। এছাড়া আন্দোলনে আহত হয়ে বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে।
চিকিৎসকরা আরও বলেন, স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ করতে হবে। এ সময় তারা ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যত অন্যায়-অবিচার করা হয়েছে তার ন্যায়বিচারেরও দাবি জানান।
মন্তব্য করুন