কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মশার লার্ভা পাওয়ায় দক্ষিণ সিটিতে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান । ছবি : কালবেলা
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান । ছবি : কালবেলা

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ১০ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ স্থাপনাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) করপোরেশনের ধানমন্ডি ১৬, দক্ষিণ বনশ্রী, মুগদা, নবকুমার দত্ত রোড, কামরাঙ্গীরচরের তারা মসজিদ, আগামাসি লেন, নবাবপুর, বিবির বাগিচা, পশ্চিম নন্দীপাড়া, কদম আলী গলি, ঝিলপাড়, দক্ষিণ মাণ্ডা ও নড়াইবাগ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, আজকের অভিযানে সর্বমোট ৫৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬ মামলায় সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ১৬ এলাকায় ৫০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ধানমন্ডি ১৬ নম্বর রোডের ৪৩ নম্বর হোল্ডিংস্থিত ‘নাহার গ্রিন সামিট’ ও ৩৭ নম্বর হোল্ডিংস্থিত ‘সুবাস্তু ডেনিম প্লাজা’ নামক দুটি বাড়ি এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ি দুটির ম্যানেজার যথাক্রমে মো. মঈনুদ্দিন ও আব্দুস সালামকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করেন। দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ ৬ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকায় ৫৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসিফ ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বনশ্রী এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান কামরাঙ্গীরচরের তারা মসজিদের লাল গুদাম এলাকায় ১০২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ৪টি স্থাপনা ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়াও তিন নম্বর অঞ্চলে নির্বাহী আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন নবকুমার দত্ত রোডে ৫২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনা ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের আগামাসি লেন ও নবাবপুর এলাকায় ৮৪টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৮ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ৪১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের কদমআলী গলি, ঝিলপাড় ও দক্ষিণ মান্ডা এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৬৯ নম্বর ওয়ার্ডের নড়াইপাড়া এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাননি।

দক্ষিণ সিটির ৭ খালে ১২শ পরিচ্ছন্নকর্মীর বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা : আজ কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদি ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত এবং স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খালে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দক্ষিণ সিটির ১ হাজার ১৯৫ জন পরিচ্ছন্নকর্মী আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ডিইউএমসিজেএএ’র

আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

তিলকারত্নের বিদায়: নারী দলের কোচ খুঁজছে বিসিবি

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু

টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় ১৮ বিঘা জমি নিলেন বিএনপি নেতা

সরকারি চাকরির স্বেচ্ছায় অবসরের বয়স-পেনশন নিয়ে যেসব প্রস্তাব

হাজিদের মোটা অঙ্কের অর্থ ফেরত দিচ্ছে এশিয়ার মুসলিম দেশ

‘বিএনপি ও প্রশাসনের কতিপয় লোকজন আ.লীগকে রক্ষা করছে’

ষড়যন্ত্রকারীদের কারণে নির্বাচন যেন বিলম্বিত না হয় : সাইয়েদুল আলম

১০

বিইউ’র নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

১১

কামরুলের ১৫ হিসাবে সাড়ে ৩ কোটি টাকা অবরুদ্ধ

১২

দেশকে খুনি হাসিনা ধ্বংস করে গেছে : ড. খন্দকার মারুফ

১৩

রংপুর শহরে বন্ধ সব পেট্রল পাম্প, ভোগান্তি চরমে

১৪

কমেছে বিদেশগামী অভিবাসীর সংখ্যা, বেড়েছে নারীদের বিএমইটি নিবন্ধন  

১৫

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার 

১৬

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

১৭

৫০ হাজার টন গম এলো আর্জেন্টিনা থেকে

১৮

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন যারা

১৯

নতুন রাজনৈতিক দলের জন্য নাম ও প্রতীক চাইলেন শিক্ষার্থীরা

২০
X