কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে এডহক চিকিৎসকদের সুবিধা প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা। ছবি : কালবেলা

বিধি সংশোধন করে অবৈধভাবে এডহক চিকিৎসকদের সুবিধা প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।

স্বাস্থ্য ক্যাডারদের এডহক কর্মকর্তাদের অধীনস্ত করার অবৈধ সিদ্ধান্ত বাতিল করে প্রচলিত সকল ক্যাডারদের ক্ষেত্রে চাকরিবিধির যে নিয়ম স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রেও তা বিদ্যমান রাখার দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।

এনক্যাডাররা সবসময়ই সর্বশেষ বিসিএস এর পরে সিনিয়রিটি পায়, স্বাস্থ্যের ক্ষেত্রেও একই নিয়ম মানার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন আয়োজিত বিধি সংশোধন করে স্বাস্থ্য ক্যাডারদের ক্ষতিগ্রস্ত করে এনক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানের ‘সংবিধান ও আপিল বিভাগের রায় বিরোধী’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কনভেনর কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মাদ নেয়ামত হোসেন।

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের দাবিগুলো হল- সকল বিসিএস ক্যাডারে যে নিয়ম, এনক্যাডার হওয়া এডহককেও সেই একই নিয়মের আওতায় নিয়ে আসতে হবে। সিনিয়র স্কেল ছাড়া যেহেতু ক্যাডারে পদোন্নতির সুযোগ নেই, সুতরাং এডহকের ক্ষেত্রে এই সিনিয়র স্কেল পরীক্ষার প্রমার্জনা সরকারি চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক, এটি মানা যাবে না। এনক্যাডার সবসময়ই সর্বশেষ বিসিএস এর পরে সিনিয়রিটি পায়, সেক্ষেত্রে এডহক থেকে এনক্যাডার হওয়া চিকিৎসকদের সর্বশেষ বিসিএস ৪২তম বিসিএস এর পরে তালিকাভুক্ত করতে হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রীপরিষদ বিভাগ, সরকারি কর্মকমিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়মসূহ লিপিবদ্ধ করে জমা দিয়েছি যার প্রাপ্তি স্বীকারপত্র আমাদের নিকট রয়েছে। সকল প্রমাণ থাকার পরও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছেন। ওই ফাইলটি জনপ্রশাসন হয়ে বর্তমানে কর্মকমিশনের সুপারিশের অপেক্ষা করছে। এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সাথে চরমতম অন্যায়। আমরা সকল ক্যাডারকে আমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি। ক্যাডারকে এডহক (নব এনক্যাডার) কর্মকর্তাদের অধীনস্ত করার রেওয়াজ কোনো আইন ও বিধিতেই সমর্থন করে না, শতভাগ অবৈধ।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমাদের দাবি, সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে এবং চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ী আদেশ ভাবে বাতিল ঘোষণা করতে হবে এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিধিমোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেলথ ক্যাডার এসোসিয়েশনের সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন, সদস্য ডা. নীতিশ কৃষ্ণ দাশ, ডা. সুমন সেন, ডা. সাফায়েত মুহাম্মদ শান্তনু, ডা. মো. মুনীবুর রহমান জুয়েল, ডা. নীহাররঞ্জন দাস, ডা. মাতুয়ারা শারমীন, ডা. আল মাহমুদ লেমন, ডা. মাহমুদ উর রহমান মাসুদ, ডা. জাকারিয়া হিমেল, ডা. আফানুর রহমান আদনান ও ডা. আলী আসগর শিবলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X