আত্মীয়ের মধ্যে বিয়ে হলে সন্তানের উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত হওয়ার ঝঁকি বাড়ে। মঙ্গলবার (১৪ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলন জানানো হয়, বিএসএমএমইউ-তে ৫০ জন রোগীর জিন বিশ্লেষণে ৬ জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে। তবে এর প্রভাব এখনো জানা যায়নি।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক বলেন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এ ধরনের বিয়েশাদি বন্ধ করে দিতে হবে। তাহলে এই রোগটা হবে না।
তিনি বলেন, এমনকি একটি ফ্যামিলিকে যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদের (ভাই-বোন) পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে।
চিকিৎসকরা জানান, উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে দুই হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়।
জানা গেছে, দেশের প্রায় ছয় হাজার মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত। কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। গত চার বছরে বিএসএমএমইউ-তে উইলসন রোগের চিকিৎসা নিয়েছেন ২০০ জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না।
মন্তব্য করুন