বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসাসেবা পেয়ে সুস্থ জীবন ফিরে পেল জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শতাধিক শিশু। শনিবার (১৯ এপ্রিল) কাতার চ্যারিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘কাতার চ্যারিটি’র উদোগে গত ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা সপ্তাহব্যাপী হেলথ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র পরিবারের এসব শিশু হৃদরোগের চিকিৎসাসেবা পায়।
দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, জর্ডান, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এই ক্যাম্পে অংশ নেয়। চিকিৎসকরা ক্যাথেটারাইজেশন প্রসিডিউরের মাধ্যমে শিশুদের হৃদরোগের চিকিৎসা দেন।
শিশুদের ছাড়াও কাতার চ্যারিটি প্রথমবারের মতো রাজধানীর শমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত বয়স্ক রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসেবাও দেয়।
সপ্তাহব্যাপী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক কাতার চ্যারিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অন্যান্য বেসরকারি সংস্থাকেও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন